বাংলাখবর
বাংলাদেশের জয়টা খুব দরকার ছিল
স্পোর্টস ডেস্ক : টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা কেমন হবে বাংলাদেশের? বাংলাদেশ কি জিততে পারবে? পারবে কি সব সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে নতুন সূর্যোদয়ের সূচনা করতে? এমন অজস্র প্রশ্ন মাথায় রেখে কাক ডাকা ভোরে বাংলাদেশ কিংবা প্রবাসে টেলিভিশন সেটের সামনে যারা বসে খেলা দেখতে শুরু করেছেন, রুদ্ধশ্বাস অপেক্ষার পর ম্যাচশেষে এক পশলা বৃষ্টির মতো স্বস্তি অনুভব করেছেন! ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে তুমুল উত্তেজনার ম্যাচটি নিজেদের করে নিয়ে জয়ের ট্র্যাকে দাঁড়িয়ে দারুণ এক আশাজাগানিয়া দিন উপহার দিয়েছে মাহমুদউল্লাহ-রিশাদরা।
যারা টিভিতে খেলা দেখেছেন, তাদের তো দম ফাটার মতো অবস্থা। আর ডালাসের মাঠের গ্যালারিতে দূরদূরান্ত থেকে খেলা দেখতে আসা প্রবাসীদের অবস্থা কেমন ছিল, তা তো বলার অপেক্ষা রাখে না। লাল-সবুজ জার্সি গায়ে পুরো ম্যাচজুড়ে নিজ দেশকে সমর্থন করে যাওয়া যেন অন্যরকম এক অনুভূতি-অনিঃশেষ ভালোবাসার মতোই।
যুক্তরাষ্ট্রের মাঠে এমন দিনটা স্বরণীয় হয়ে থাকবে। যেখানে বাংলাদেশ বিশ্বকাপের শুরুটা করেছে জয় দিয়ে। দিনটির সাক্ষী হয়েছেন হাজারো প্রবাসী সমর্থক। তাদের টেলিভিশন সেটের সামনে উল্লাসে ফেটে পড়া কিংবা দুঃসময়ে নিজেদের ব্যথিত করার দৃশ্য কম আলোড়িত করেনি। আর এই সবকিছুই প্রিয় বাংলাদেশ দলের জন্য।
অথচ এই ম্যাচের আগে মনে হচ্ছিল সাকিব-শান্তরা খাদের কিনারায় দাঁড়িয়ে। কত-শত সমালোচনা তাদের ছুঁয়ে যাচ্ছিল। আর না যাওয়ার কারণও নেই। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স বেশ নেতিবাচক। শুধু দল নয়, অধিনায়কসহ টপ অর্ডার ব্যাটারদেরও দুর্দশা। সেই দলের ওপর বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত ‘কত টনের চাপ’ ছিল, তা তারাই ভালো বলতে পারবেন। আর আজ কিনা সেই ভারী বোঝা অনেক কষ্টে-সৃষ্টে সরিয়ে নির্ভার হয়েছে সবাই!
শুরুতে মনে হচ্ছিল শ্রীলঙ্কাকে আগেই ১২৪ রানে বেঁধে ফেলে সহজেই বৈতরণি পার হওয়া হয়তো যাবে। যেখানে রিশাদ-মোস্তাফিজরা দারুণ বোলিং করে নিজেদের কাজটি সেরে রেখেছিলেন। কিন্তু ওই যে টপ অর্ডারে জেকে বসা ‘ব্যর্থতার ছোয়া’ থেকে পুরোপুরি মুক্তি মিলেনি। সেটা শুরুর ম্যাচে আবারও ঘুরে-ফিরে দেখা গেছে। তানজিদ, সৌম্য ও শান্তরা টপাটপ উইকেট বিলিয়ে দিয়ে ভয়ের চাদর বিছিয়ে দিয়েছিলেন। সৌম্য তো শূন্যের রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন। কবে নিজের প্রতি যত্নবান হবেন, তা বলা দুষ্কর হয়ে পড়েছে। ভাগ্য ভালো অন্য সবাই এই কাতারে যোগ দেননি।
লিটন দাস অনেকদিন পর মোক্ষম সময়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তাওহীদ হৃদয় তো ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা তিনবার সীমানার ওপারে আছড়ে ফেলে বড় ভিত গড়ে দিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ওপরে জায়গা করে নিয়েছেন। এরপর সাকিব আল হাসান-তাসকিন তেমন কিছু না করতে পারলে আবারও শঙ্কা চেপে বসে। তবে অভিজ্ঞ মাহমুদউল্লাহ এক প্রান্ত আগলে রেখে ভয়কে জয় করে সবাইকে আনন্দে ভাসান। রিশাদকে অন্য প্রান্তে রেখে জয়ের ভেলাতে পৌঁছে দিলে যেন বড় করে স্বস্তির নিশ্বাস ফেলেছে ডালাসের গ্যালারি ও টেলিভিশনের সেটে থাকা হাজার-কোটি সমর্থকরা।
হৃদয় নিংড়ানো জয়ের পর মাঠেই কোচ চন্ডিকা হাথুরুসিংহে পর্যন্ত মাহমুদউল্লাহকে জড়িয়ে ধরে বাহবা দিয়েছেন। অথচ একসময় তাকে বাতিলের খাতায় ফেলে দিয়ে তাড়ানোর পায়তারা কিন্তু ছিল!
অনেক দিন পর স্বস্তির জয় প্রাপ্তিতে সবার মাঝে এখন এগিয়ে চলার দারুণ রসদ মিলেছে। অন্তত একটু একটু করে বাংলাদেশের ব্যাটার ফর্মে ফিরতে শুরু করেছেন। বোলাররা বল হাতে উইকেট তুলে নিচ্ছেন। প্রায় সবাই মিলে একটি দল হয়ে শুরুর ম্যাচে জয় এনে দিয়েছেন। অন্তত সামনের পথচলায় তা পাথেয় হয়ে থাকবে।
তবে প্রথম ম্যাচে স্বস্তি মিললেও সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ম্যাচ। নিউ ইয়র্কের মাঠে সেই ম্যাচে অন্তত এবার লিটন-হৃদয়দের মতো টপ অর্ডারে অন্যদেরও জ্বলে উঠতে হবে, যেন বড় ইনিংস খেলার সুযোগ আসলে হাতছাড়া না হয়। আর বোলারদের দায়িত্ব তো ঠিকঠাক পালন করা শুরু করে দিয়েছেন মোস্তাফিজ-রিশাদরা। অনেক দিন পর বাংলাদেশ দলে লেগ স্পিনের ঘূর্ণির জাদু দেখা গেছে। তাই ম্যাচসেরা রিশাদই। হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তার স্পিন জাদুর খেল চলবে! তাতে করে সুপার এইটের ভাগ্য যদি খুলে যায়। এই আশায় সবাই বুক বেঁধেছে।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন মেসি, পুরস্কার তুলে দেবেন বাইডেন
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন মেসি, পুরস্কার তুলে দেবেন বাইড...
ভিনির ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে মুখ খুললেন রোনালদো
ভিনির ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে মুখ খুললেন রোনালদো
ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ ফুটবলার
ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ ফুটবলার
বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজাকে ফিফার অনুমতি
বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজাকে ফিফার অনুমতি
টাইগারদের বোলিং তোপে বিধ্বস্ত উইন্ডিজ, এক ম্যাচ আগে সিরিজ বাংলাদেশের
টাইগারদের বোলিং তোপে বিধ্বস্ত উইন্ডিজ, এক ম্যাচ আগে সিরিজ বাংলাদেশের
এমবাপ্পে নির্দোষ, অভিযোগ মিথ্যা প্রমাণিত
এমবাপ্পে নির্দোষ, অভিযোগ মিথ্যা প্রমাণিত
ভারতকে হারিয়ে ‘ব্যাক টু ব্যাক’ এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতকে হারিয়ে ‘ব্যাক টু ব্যাক’ এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা
‘নেইমারকে দলে দরকার নেই, এটা হাসপাতাল নয়’
‘নেইমারকে দলে দরকার নেই, এটা হাসপাতাল নয়’
প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা
প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা
বাঁচা-মরার লড়াইয়ে ৪ ফুটবলার হারাল বেলজিয়াম
বাঁচা-মরার লড়াইয়ে ৪ ফুটবলার হারাল বেলজিয়াম