বাংলাখবর
ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবরদখলের হুমকির মধ্যে গ্রিনল্যান্ড গেলেন বড় ছেলে ট্রাম্প জুনিয়র। মঙ্গলবার (৭ জানুয়ারী) ব্যক্তিগত সফরে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দ্বীপ দেশটির রাজধানী নুউকে পৌঁছান তিনি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ খবর জানিয়েছে সিজিটিএন ইউরোপ।
ট্রাম্প জুনিয়রের এই সফরে ডেনমার্কের মালিকানাধীন আর্কটিক দেশটি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার আগে গত কয়েকদিন ধরে কানাডা, পানামা খাল ও গ্রিনল্যান্ড নিয়ে একাধারে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন ট্রাম্প।
গত ডিসেম্বরে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একান্ত প্রয়োজন।’ সবশেষ গত মঙ্গলবারও স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার অভিলাস ব্যক্ত করে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। যা নিয়ে জোর বিতর্ক ও সমালোচনা চলছে। এর মধ্যেই চলতি সপ্তাহে ছেলে ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ড সফরের পরিকল্পনার কথা জানান।
ট্রাম্পও তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ছেলের সফরের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ডন জুনিয়র ও বেশ কয়েকজন প্রতিনিধি গ্রিনল্যান্ডের সবচেয়ে চমৎকার কিছু এলাকা ও দর্শনীয় স্থান ভ্রমণ করবেন।
ট্রাম্প আরও বলেন,‘গ্রিনল্যান্ড যদি আমাদের দেশের অংশ হয়, তাহলে দ্বীপটি ও এর জনগণ ব্যাপকভাবে লাভবান হবে। বাইরের খুব খারাপ দুনিয়ার হাত থেকে আমরা একে রক্ষা করব ও যত্ন করব। গ্রিনল্যান্ডকে আবার মহান করে তুলুন!’
মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ট্রাম্প জুনিয়র একদিনের ব্যক্তিগত সফরে গ্রিনল্যান্ড যাবেন। সফরে তিনি পডকাস্টের জন্য ভিডিও ফুটেজ রেকর্ড করবেন। এরপর মঙ্গলবার বাবার ব্যক্তিগত বিমান ট্রাম্প ফোর্স ওয়ানে করে দেশটিতে যান তিনি। পৌঁছানোর পর তিনি বলেন, গ্রিনল্যান্ডে আসতে পেরে খুব ‘আনন্দিত’ তিনি।
প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও গ্রিনল্যান্ড কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও একই কথা বলছেন। এমনকি প্রয়োজন হলেও সামরিক ও অর্থনৈতিক শক্তিও ব্যবহার করবেন বলে জানিয়েছেন তিনি।
তবে গ্রিনল্যান্ডের নেতারা ট্রাম্পের এসব বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। গত ডিসেম্বরে ট্রাম্পের মন্তব্যের জবাবে দ্বীপটির প্রধানমন্ত্রী মিউট এগেদে বলেন, ‘আমরা বিক্রির জন্য নই ও ভবিষ্যতেও বিক্রি হব না। গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের জনগণের।’
এই বিভাগের আরও খবর
ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর
ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর
ট্রাম্পের উদ্ভট দাবি, ট্রুডোর তীব্র প্রতিক্রিয়া
ট্রাম্পের উদ্ভট দাবি, ট্রুডোর তীব্র প্রতিক্রিয়া
ভয়াবহ বন্যায় সৌদিতে ‘হাই রেড অ্যালার্ট’ জারি
ভয়াবহ বন্যায় সৌদিতে ‘হাই রেড অ্যালার্ট’ জারি
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা
ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু
ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু
পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
চীনের নতুন দুই প্রশাসনিক অঞ্চল, নিজেদের ভূখণ্ড জানিয়ে দিল্লির প্রতিবাদ
চীনের নতুন দুই প্রশাসনিক অঞ্চল, নিজেদের ভূখণ্ড জানিয়ে দিল্লির প্রতিবাদ
গাজায় ইসরায়েলের বর্বরতা, ২৪ ঘণ্টায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের বর্বরতা, ২৪ ঘণ্টায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি
তিউনিসিয়ায় নৌকাডুবি, ২৭ জনের মৃত্যু
তিউনিসিয়ায় নৌকাডুবি, ২৭ জনের মৃত্যু
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিধ্বস্ত এলাকায় শিশু হতাহত বাড়ছে, বিশ্ব নীরব!
যুদ্ধবিধ্বস্ত এলাকায় শিশু হতাহত বাড়ছে, বিশ্ব নীরব!
২০২৫ সাল নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যতবাণী করে গেছেন বাবা ভাঙ্গা ও নস্ট্রাডামাস
২০২৫ সাল নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যতবাণী করে গেছেন বাবা ভাঙ্গা ও নস্ট্রাডামাস