বাংলাখবর
ইসরায়েলি সেনার গুলিতে মার্কিন নারী অ্যাক্টিভিস্ট নিহত
বাংলা খবর ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ২৬ বছর বয়সী এক মার্কিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তুরস্কে জন্মগ্রহণকারী আয়সেনুর ইজগি ইগি নামের এই অ্যাক্টিভিস্ট নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদে জড়িত বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইজগি ইগিকে ইসরায়েলি সেনারা গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, বেইতা এলাকায় সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়া ও হুমকি দেওয়া হয়।
এরপর তারা গুলি চালিয়ে জবাব দিয়েছে। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, তারা এ অঞ্চলে গুলি চালানোর ফলে একজন বিদেশি নাগরিক নিহত হওয়ার প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে। ঘটনার বিশদ বিবরণ এবং যে পরিস্থিতিতে তাকে আঘাত করা হয়েছিল, তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই মার্কিন নারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা থেকে কৃষকদের রক্ষার জন্য একটি প্রচারণায় জড়িত ছিলেন।
তুর্কি গণমাধ্যমে জানিয়েছে, ইজগি ইগি যুক্তরাষ্ট্র ও তুরস্কের নাগরিক। তিনি আন্টালিয়াতে জন্মগ্রহণ করেছিলেন।
ইগিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় নাবলুসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের প্রধান ডা. ফুয়াদ নাফা নিশ্চিত করেছেন, ২০-৩০ বছর বয়সী এক মার্কিন নাগরিক মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
স্থানীয় সময় দুপুর আড়াইটায় তার মৃত্যু ঘোষণা করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তারা পশ্চিম তীরে এক মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে ‘জরুরিভাবে’ তথ্য সংগ্রহ করছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ইগির মৃত্যুকে ‘দুঃখজনক’ অভিহিত করে বলেন, ‘আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা জরুরিভাবে তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করছি এবং আমরা আরো তথ্য পাওয়ার পর বিস্তারিত জানাব।’
এ ছাড়া তুরস্কও এই তুর্কি-মার্কিন নাগরিককে ‘হত্যার’ নিন্দা করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ‘খুব দুঃখের সঙ্গে জেনেছে, আয়সেনুর ইজগি ইগি নামের আমাদের নাগরিক নাবলুস শহরে ইসরায়েলি দখলদার সেনাদের হাতে নিহত হয়েছেন।’
ইসরায়েলি বাহিনী জেনিন শহর ও অধিকৃত পশ্চিম তীরে শরণার্থীশিবির থেকে সেনা প্রত্যাহারের পর এ ঘটনা ঘটল। সেখানে তারা এক সপ্তাহেরও বেশি সময় ধরে একটি বড় অভিযান চালিয়েছে। এতে কমপক্ষে ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের অধিকাংশকে সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হয়েছে। তবে নিহতদের মধ্যে শিশু রয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।
গত ৫০ বছরে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন করেছে, যেখানে এখন সাত লাখেরও সাত লাখেরও বেশি ইহুদি বাস করে। বসতি স্থাপনাগুলোকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে ধরা হয়। যদিও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে।
সূত্র : বিবিসি, এএফপি
এই বিভাগের আরও খবর
২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল
২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল
‘যুক্তরাষ্ট্রে উৎপাদন করুন, অন্যথায় চড়া শুল্ক দিন’
‘যুক্তরাষ্ট্রে উৎপাদন করুন, অন্যথায় চড়া শুল্ক দিন’
ডব্লিউএইচও থেকে কবে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র, জানাল জাতিসংঘ
ডব্লিউএইচও থেকে কবে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র, জানাল জাতিসংঘ
পার্লামেন্টে বিশৃঙ্খলার পর আয়ারল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী মার্টিন
পার্লামেন্টে বিশৃঙ্খলার পর আয়ারল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী মার্টিন
যুক্তরাষ্ট্রে ৪ বছরে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে আগ্রহী সৌদি
যুক্তরাষ্ট্রে ৪ বছরে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে আগ্রহী সৌদি
জাতিসংঘে ট্রাম্পের বিরুদ্ধে পানামার প্রেসিডেন্টের নালিশ
জাতিসংঘে ট্রাম্পের বিরুদ্ধে পানামার প্রেসিডেন্টের নালিশ
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ১০, গাজায় মিলল শতাধিক লাশ
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ১০, গাজায় মিলল শতাধিক লাশ
তুরস্কে স্কি রিসোর্টে আগুন লেগে ৬৬ জনের মৃত্যু
তুরস্কে স্কি রিসোর্টে আগুন লেগে ৬৬ জনের মৃত্যু
ইসরায়েলে ৩ জিম্মি ফেরার বিনিময়ে মুক্তি পেল ৯০ ফিলিস্তিনি
ইসরায়েলে ৩ জিম্মি ফেরার বিনিময়ে মুক্তি পেল ৯০ ফিলিস্তিনি
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে উল্লাস, ‘আনন্দের কোনো সীমা নেই’
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে উল্লাস, ‘আনন্দের কোনো সীমা নেই’
ট্রাম্পের অভিষেক ঘিরে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের অভিষেক ঘিরে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ