বাংলাখবর
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রাশিয়া
বাংলা খবর ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ধারাবাহিকভাবে বিপুল পরিমাণে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণাগুলোতেও বারবার এ ব্যাপারে বাইডেন প্রশাসনকে তিরস্কার করে গেছেন তিনি। ক্ষমতায় বসলে কিয়েভে সামরিক সহায়তা বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয়, সমঝোতার মাধ্যমে দ্রুত এই যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নেবেন বলেও জানান। সার্বিক প্রেক্ষাপটে হোয়াইট হাউজের টিকিট নিশ্চিত করার পর এখন এ ব্যাপারে তার ভূমিকা কী হবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও জল্পনাকল্পনা।
চলমান এ আলোচনার মাঝেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেস্কভ বলেছেন, ইউক্রেন যুদ্ধের সাথে সরাসরি সংশ্লিষ্ট থাকায় যুক্তরাষ্ট্র চাইলেই এ যুদ্ধ বন্ধ করতে পারে। নির্বাচন পরবর্তী যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়, তাই এখন দেখার বিষয়।
কমলা হ্যারিস ও ডনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে পেস্কভ বলেন, নির্বাচনী প্রচারণায় একজন যুদ্ধের পক্ষে কথা বলেছেন, একজন শান্তির পক্ষে। শুধু তাই নয়, দ্রুত শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন এক প্রার্থী। আগামীতেই বোঝা যাবে, সত্যিই সত্যিই ট্রাম্প শান্তি প্রতিষ্ঠা করতে চান, নাকি সেগুলো কেবলই নির্বাচনী প্রতিশ্রুতির ফুলঝুরি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান করতে পারলে তা ব্যাপক প্রশংসার দাবিদার হবে বলে অভিমত পেস্কভের।
এদিকে ট্রাম্প দ্রুতই ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবেন বলে মনে করেন মস্কোর ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হাইয়ার স্কুল অব ইকোনোমিক্সের ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের ডেপুটি ডিরেক্টর দিমিত্রি সুসলভ। তার মতে, কিছুদিনের মধ্যেই যুদ্ধ বন্ধে রাশিয়ার কাছে সমঝোতা প্রস্তাব পাঠাবেন ট্রাম্প, তবে সফল হবেন না। খুব সম্ভবত এমন প্রস্তাব আসবে, যা রাশিয়ার পছন্দসই হবে না। সে ক্ষেত্রে যুদ্ধ চলমান থাকার আশঙ্কা সুসলভের।
এই বিশেষজ্ঞের ধারণা, ট্রাম্প রাশিয়াকে দখলে নেয়া ভূখণ্ডগুলো ছেড়ে দেয়া এবং ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না, এমন নিশ্চয়তা দিতে চাইবেন। বিপরীতে ন্যাটোর দেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে পারবে এবং কিয়েভ সামরিকীকরণ চালিয়ে যাবে এমন ছাড় চাইবেন। মস্কো নিরাপত্তার স্বার্থেই সে ধরনের প্রস্তাব মানবে না বলে অভিমত সুসলভের।
চেষ্টাচরিত্রের পরও যুদ্ধ চলমান থাকলে ট্রাম্প ইউক্রেনে সহায়তা কমিয়ে দিতে পারেন, তবে তা পুরোপুরি বন্ধ করবেন না বলে মনে করেন সুসলভ। একই সাথে ট্রাম্প যুদ্ধে নতুন করে উত্তেজনা বাড়ানোর মতো পদক্ষেপ নেবেন না বলেও মনে করেন তিনি।
এদিকে নির্বাচন পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধের প্রশ্নে আগের নীতি অনুসরণ না করে, ট্রাম্পের নতুন কৌশল অবলম্বন করা উচিত বলে অভিমত ওয়াশিংটনভিত্তিক পররাষ্ট্র নীতি বিষয়ক সংস্থা ব্রুকিংস ইন্সটিটিউশনের শীর্ষ কর্মকর্তা মাইকেল ও’হ্যানলনের। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে তিনি বলেন, তাৎক্ষণিক প্রয়োজনে অগ্রাধিকারের ভিত্তিতে বাইডেন প্রশাসন ইউক্রেনের ব্যাপারে যে নীতি অনুসরণ করেছে, পরবর্তী চার বছরের জন্য আসা প্রশাসন সেই নীতি অনুসরণ করতে পারে না। সে ক্ষেত্রে দীর্ঘমেয়াদে সুফল দেয় তেমন নীতি অনুসরণ করা উচিত। কীভাবে ইউক্রেন যুদ্ধে ইতি টানা যায়, সেই পথের অনুসন্ধানকেই অগ্রাধিকার দেয়া উচিত বলে মনে করেন এ বিশ্লেষক।
এই বিভাগের আরও খবর
ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর
ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর
ট্রাম্পের উদ্ভট দাবি, ট্রুডোর তীব্র প্রতিক্রিয়া
ট্রাম্পের উদ্ভট দাবি, ট্রুডোর তীব্র প্রতিক্রিয়া
ভয়াবহ বন্যায় সৌদিতে ‘হাই রেড অ্যালার্ট’ জারি
ভয়াবহ বন্যায় সৌদিতে ‘হাই রেড অ্যালার্ট’ জারি
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা
ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু
ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু
পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
চীনের নতুন দুই প্রশাসনিক অঞ্চল, নিজেদের ভূখণ্ড জানিয়ে দিল্লির প্রতিবাদ
চীনের নতুন দুই প্রশাসনিক অঞ্চল, নিজেদের ভূখণ্ড জানিয়ে দিল্লির প্রতিবাদ
গাজায় ইসরায়েলের বর্বরতা, ২৪ ঘণ্টায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের বর্বরতা, ২৪ ঘণ্টায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি
তিউনিসিয়ায় নৌকাডুবি, ২৭ জনের মৃত্যু
তিউনিসিয়ায় নৌকাডুবি, ২৭ জনের মৃত্যু
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিধ্বস্ত এলাকায় শিশু হতাহত বাড়ছে, বিশ্ব নীরব!
যুদ্ধবিধ্বস্ত এলাকায় শিশু হতাহত বাড়ছে, বিশ্ব নীরব!
২০২৫ সাল নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যতবাণী করে গেছেন বাবা ভাঙ্গা ও নস্ট্রাডামাস
২০২৫ সাল নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যতবাণী করে গেছেন বাবা ভাঙ্গা ও নস্ট্রাডামাস