বাংলাখবর
যে কারণে মার্কিন নির্বাচন ঘিরে আলোচনায় এফটিসি প্রধান লীনা খান
বাংলা খবর ডেস্ক : এবার বড় বড় অনেক মার্কিন ব্যবসায়ী দেশটির বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা সরকারি সংস্থা ফেডারেল ট্রেড কমিশনের প্রধান লীনা খানকে সরিয়ে দিতে দেনদরবার শুরু করেছেন। যাতে আরও যুক্ত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির চাঁদাদাতা দুই শতকোটিপতি ব্যারি ডিলার ও রিড হফম্যান। তাদের মনে করছেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে লীনা খানকে পদ থেকে সরিয়ে দেবেন।
রয়টার্স জানিয়েছে, লীনা খানকে প্রেসিডেন্ট জো বাইডেনের বাজার প্রতিযোগিতা নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বাইডেনের এই পছন্দকে সরাসরি প্রত্যাখ্যান করছেন ডিলার ও হফম্যান। তাদের মধ্যে ব্যারি ডিলার ভ্রমণবিষয়ক সাইট এক্সপেডিয়ার চেয়ারম্যান। আর লিঙ্কডইনের সহপ্রতিষ্ঠা হলেন রিড হফম্যান।
বাইডেন প্রশাসন অনেক দিন ধরেই চেষ্টা করছে প্রতিযোগিতাবিষয়ক আইন ব্যবহার করে বাজারে আরও বেশি প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে। এর মাধ্যমে উচ্চমূল্য আর কম আয়ের যে সমস্যা, তারও কিছুটা সমাধান করতে চান প্রেসিডেন্ট বাইডেন। সম্প্রতি ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) প্রতিযোগিতাবিহীন চুক্তি নিষিদ্ধ করেছে। এটি করা হয়েছে লীনা খানের তত্ত্বাবধানে।
বড় ব্যবসার বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গির কারণে লীনা খানের ওপর অনেক করপোরেট প্রতিষ্ঠান রীতিমতো ক্ষিপ্ত। কিন্তু আবার এ কারণে তার অনেক ভক্তও রয়েছে। তাদের একজন জেডি ভ্যান্স। তিনি ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট, অর্থাৎ জিতলে তিনিই হবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এ পরিস্থিতিতে ডেমোক্রেটিক পার্টির জন্য বিপুল অর্থ খরচ করেন, এমন অনেক ধনী ব্যবসায়ী প্রকাশ্যে বলছেন যে তারা সম্ভাব্য হ্যারিস প্রশাসনে লীনা খানকে দেখতে চান না।
ব্লুমবার্গের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারি ডিলার বলেন, আইন যতটা অনুমোদন দেয়, তিনি ঠিক সেই পরিমাণ অর্থ কমলা হ্যারিসের প্রচারণার জন্য দেবেন। অন্যদিকে সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, লীনা খানকে সরাতে তিনি হ্যারিসের কাছে সুপারিশ করবেন। কারণ, একটি ব্যবসা দক্ষভাবে বড় হতে যা করতে হয়, লীনা খান তার ‘প্রায় সব কিছুর’ বিপক্ষে।
লীনা খানের অধীনে এফটিসি ব্যবসা একীভূতকরণ ঠেকানোর বিষয়ে একধরনের পরিচিতি অর্জন করেছে। তবে বাস্তবে এই সংস্থা বছরে ২ শতাংশেরও কম চুক্তি পর্যালোচনা করে, আর প্রতিরোধ করে ১ শতাংশের কম চুক্তি।
যেসব চুক্তি বন্ধ করতে এফটিসি মামলা করেছিল, সেগুলোর মধ্যে ছিল নিত্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রোগার ও অ্যালবার্টসন। চুক্তিগুলো বন্ধ করার ক্ষেত্রে এফটিসি শুধু ভোক্তাদের স্বার্থের বিষয়ের কথা ভাবেনি, বরং তা শ্রমিকদের ওপর কী ধরনের প্রভাব ফেলবে সে বিষয়ও আদালতে তুলে ধরে।
এফটিসির মুখপাত্র ডগলাস ফেরার বলেন, ‘চেয়ার খান বাইডেন প্রশাসনে কাজ করতে পেরে গর্বিত। এই কাজের মাধ্যমে তিনি ভোক্তা, শ্রমিক ও উদ্যোক্তাদের বেআইন আচরণ ও করপোরেট অপব্যবহারের হাত থেকে রক্ষা করেছেন।’
বৃহস্পতিবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে রিড হফম্যান বলেন, তিনি আশা করছেন, কমলা হ্যারিস লীনা খানকে সরিয়ে দেবেন। তার মতে, এফটিসির চেয়ারপারসন ‘এমন একজন ব্যক্তি, যিনি আমেরিকাকে সাহায্য করছেন না’। হফম্যান ডেমোক্রেটিক পার্টির জন্য চাঁদা তোলে, এমন একটি প্রতিষ্ঠানকে ৭০ লাখ ডলার দিয়েছেন।
রিড হফম্যান সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের পরিচালনা পর্ষদের একজন সদস্য। ২০১৬ সালে মাইক্রোসফট ২ হাজার ৬২০ কোটি ডলারে লিঙ্কডইন কিনে নেয়। মাইক্রোসফট গেমস কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের চেষ্টা করার পর এফটিসি বিশাল এই সফটওয়্যার কোম্পানির বিরুদ্ধে মামলা করেছিল।
তবে গুরুত্বপূর্ণ ডেমোক্রেটিক সিনেটরদের কেউ কেউ লীনা খানের সমর্থনে কথা বলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন বার্নি স্যান্ডারস ও এলিজাবেথ ওয়ারেন। শুক্রবার এলিজাবেথ ওয়ারেন বলেন, লীনা খানের কাজ চালিয়ে যাওয়া উচিত। তিনি আরও বলেন, ‘গতকাল প্রকাশিত জিডিপি পরিসংখ্যানে অর্থনীতি শক্তিশালী হওয়ার যে তথ্য পাওয়া গেছে, তার পেছনে মূল কারণ এটিই।’
উল্লেখ্য, প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের মার্চে লীনা খানকে এফটিসির একজন কমিশনার হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেন। সিনেটে শুনানির পর জুন মাসে তার মনোনয়ন নিশ্চিত করা হয়। তিনি দুই দল থেকেই সমর্থন পান। এরপর বাইডেন তাকে এফটিসির চেয়ারপারসন হিসেবে নিয়োগ দেন। তিনি হলেন এফটিসির তৃতীয় এশিয়ান–আমেরিকান প্রধান। লীনা খানের জন্ম লন্ডনে। তার মা–বাবা পাকিস্তানি বংশোদ্ভূত। তার বয়স যখন ১১ বছর, তখন পরিবারটি যুক্তরাষ্ট্রে চলে যায়।
এই বিভাগের আরও খবর
বুধবার বিদায়ী ভাষণ দেবেন বাইডেন
বুধবার বিদায়ী ভাষণ দেবেন বাইডেন
পর্নোতারকাকে ঘুষের মামলায় দণ্ড হিসেবে ‘শর্তহীন মুক্তি’ পেলেন ট্রাম্প
পর্নোতারকাকে ঘুষের মামলায় দণ্ড হিসেবে ‘শর্তহীন মুক্তি’ পেলেন ট্রাম্প
আগুনে ভস্মীভূত হলিউড হিলস
আগুনে ভস্মীভূত হলিউড হিলস
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫
মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা
মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা