বাংলাখবর
মালির হাতে আমেরিকার ‘অতি সংবেদনশীল’ নথি!
বাংলা খবর ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি ডোমেইনে লাখ লাখ মার্কিন সামরিক ই-মেইল পাঠানো হয়েছে। এসব ই-মেইলে মার্কিন বাহিনীর ‘অতি সংবেদনশীল’ নানা তথ্য ছিল। জানা গেছে, টাইপ করতে গিয়ে ছোট একটি ভুলের কারণে এই ই-মেইলগুলি সঠিক প্রাপকের পরিবর্তে মালির ডোমেইনে চলে যায়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্ব রাজনীতিতে পশ্চিম আফ্রিকার দেশ মালি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভুল করে পাঠানো এসব ই-মেইলে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ও কূটনৈতিক নথি, ভ্রমণের নথি ও ট্যাক্স রিটার্নও ছিল।
এনডিটিভি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ডোমেইনের নামে একটি অক্ষরের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনী ‘এমআইএল’ ডোমেইন ব্যবহার করে। কিন্তু ই-মেইল ভুলে পাঠানো হয় ‘এমএল’ ডোমেইনে। অর্থাৎ, ডোমেইনের ঠিকানা টাইপ করতে গিয়ে একটি ‘আই’ অক্ষরটি লেখা হয়নি এবং ‘এমএল’ ডোমেইন মালি থেকে ব্যবহার করা হয়।
এসব ই-মেইল পাঠিয়েছেন; গোয়েন্দা সংস্থার সদস্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু সদস্য, সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ট্রাভেল এজেন্ট, ব্যক্তিগত ঠিকাদার ও অন্যরা। পাঠানো এক ই-মেইলে চলতি বছরের শুরুর দিকে মার্কিন সেনাপ্রধান জেনারেল জেমস ম্যাককনভিলের ইন্দোনেশিয়া সফরের সময়সূচীও তুলে ধরা হয়।
নেদারল্যান্ডসের ইন্টারনেট উদ্যোক্তা জোহানেস জুরবিয়ার এই ভুলটি সর্বপ্রথম লক্ষ্য করেন। তিনি মালির ডোমেইন ম্যানেজমেন্টের সাথে জড়িত। সংবাদমাধ্যমকে জোহানেস বলেন, কয়েক দশক ধরে এ ধরনের ঘটনা ঘটছে কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও তা বন্ধ হয়নি।
গত জানুয়ারি থেকেই ভুল করে পাঠানো এসব ই-মেইল সংগ্রহ করতে শুরু করেন জোহানেস। তিনি জানান, এ পর্যন্ত তিনি মোট ১ লাখ ১৭ হাজার ই-মেইল সংগ্রহ করেছেন। এমনকি গত বুধবার (১২ জুলাই) একদিনে তিনি প্রায় এক হাজার ই-মেইল সংগ্রহ করেন। তিনি এ ব্যাপারে মালি সরকার ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও অবহিত করেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ ঘটনাটি তদন্ত করছে। এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার টিম গোরম্যান বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় কে এ ঘটনা সম্পর্কে জানানো হয়েছে এবং জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার টিম আরও জানান, মালির ডোমেইনে ভুল করে পাঠানো ইমেইলগুলি ইতিমধ্যে ব্লক করা হয়েছে। সেই সঙ্গে প্রেরকদের সতর্ক করে বলা হয়েছে, ই-মেইল পাঠানোর আগে অবশ্যই প্রাপকের ঠিকানা সঠিকভাবে যাচাই করতে হবে।
এই বিভাগের আরও খবর
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫
মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা
মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা
ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ৭ রাজ্যে জরুরি অবস্থা
ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ৭ রাজ্যে জরুরি অবস্থা
হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
শেষ মুহূর্তে যাদের প্রেসিডেনশিয়াল মেডেল দিলেন বাইডেন
শেষ মুহূর্তে যাদের প্রেসিডেনশিয়াল মেডেল দিলেন বাইডেন