বাংলাখবর

ভারতীয় এমপি মহুয়া মৈত্রের পদ খারিজ

বাংলা খবর ডেস্ক : ভারতীয় এমপি মহুয়া মৈত্রের পদ খারিজ হয়েছে ‘প্রশ্নঘুষ’কাণ্ডে। এখন থেকে তিনি আর লোকসভার সদস্য নন।

এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ার পর তৃণমূল, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলোর পক্ষ থেকে ওই রিপোর্ট পড়ার জন্য কিছুটা সময় চাওয়া হয়েছিল। তবে সময় দেননি স্পিকার।

এমনকি মহুয়াকে কিছু বলার অনুমতিও তিনি দেননি। আলোচনার পর ভোটাভুটিতে তার এমপি পদ খারিজ হয়ে গেছে।

এ বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন মহুয়া। তিনি জানান, এথিক্স কমিটি ভালো করে যাচাই না করেই তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং শাস্তি নিশ্চিত করেছে। টাকা নেওয়া বা উপহার নেওয়ার কোনো প্রমাণ নেই কোথাও।’

তিনি বলেন, ‘‘মোদি সরকার আমাকে চুপ করিয়ে দিতে চাইছে। মূলত, একজন নারী এমপিকে হেনস্থা করা হচ্ছে। আগামী ছয় মাসও এভাবে হেনস্থা করা হবে।’’

বিজেপির পক্ষ থেকে এমপি অপরাজিতা সরঙ্গি বলেন, ‘‘মহুয়াকে বলার সুযোগ দেওয়া হয়েছিল। তিনি সুযোগ পেলেও তখন কিছু বলেননি। ওয়াক আউট করেছিলেন।’’

মহুয়া মৈত্রের সমর্থনে সংসদ ভবনের বাইরে সব বিরোধী এমপি, সনিয়া গান্ধীও রয়েছেন

মহুয়া মৈত্রের সমর্থনে লোকসভা থেকে বেরিয়ে এসেছেন বিরোধী দলের সব এমপিরা। এর মধ্যে রয়েছেন সাবেক কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীও।

লোকসভার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি

স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত লোকসভার কার্যক্রম মুলতবি করা হয়েছে। উল্লেখ্য, মহুয়া মৈত্রের এমপি পদ বাতিল সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট আজই লোকসভায় গৃহীত হয়েছে।

মহুয়া মৈত্রকে বহিষ্কারের ক্ষমতা সংসদের নেই: কল্যাণ বন্দোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন যে মহুয়া মৈত্রকে এমপি পদ থেকে বহিষ্কারে ক্ষমতা সংসদের নেই। এর আগে, লোকসভার স্পিকার মৈত্রকে এই বিষয়ে কথা বলার অনুমতি দেননি, বলেছিলেন যে তাকে প্যানেলের বৈঠকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল।

‘এথিক্স প্যানেল প্রমাণ ছাড়াই কাজ করেছে’

এথিক্স কমিটির রিপোর্ট পেশের পরই লোকসভায় তুমুল হট্টোগোলের সৃষ্টি হয়। যার কারণে দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয় লোকসভার কার্যক্রম। ফের লোকসভার কার্যক্রম শুরু হতেই বিরোধীদের চেঁচামেচি শুরু হয়। শুরুতেই বলতে ওঠেন মহুয়া মৈত্র। কিন্তু তাকে বসিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় এক চিঠিতে রিপোর্টের কপি হাতে পাওয়ার পর ৪৮ ঘণ্টার সময় চেয়েছেন। তারপর এই নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। এরপর মহুয়ার পক্ষে কথা বলেন বসিরহাটের তৃণমূল এমপি নুসরাত জাহান। দেশের সুরক্ষা লঙ্ঘনের জন্য মহুয়াকে আক্রমণ করে কথা বলেন বিজেপি এমপি লকেট চট্টোপাধ্যায়। তারপরই ফের মহুয়ার পক্ষে কথা বলেন অধীর চৌধুরী।

কেন মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না - তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মাঝে বিজেপি এমপি হিনা গোবিথ অতীতের কথা স্মরণ করান, জানান ঘুষ কাণ্ডে আগেও বহিষ্কার করা হয়েছে লোকসভার এমপিকে। এরপরই কথা বলতে শুরু করেন সুদীপ বন্দোপাধ্যায়। শুক্রবার দলের এমপি মহুয়া মৈত্রের “ক্যাশ-ফর-কোয়েরি” কাণ্ডে কমিটির বহিষ্কারের সুপারিশকে “রাজনৈতিক প্রতিহিংসা” হিসেবে বর্ণনা করেছেন তিনি। তার দাবি, আদানির ইস্যু থেকে নজর ঘোরাতেই কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে।

লোকসভায় ‘প্রশ্নঘুষ’কাণ্ডে তৃণমূল এমপি মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করার পরে, কংগ্রেস এমপি শশী থারুর বলেছেন, “কোনো সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি, যারা অভিযোগ করেছে তাদের জেরা করার কোনো চেষ্টা করা হয়নি এবং একইসঙ্গে একজন এমপিকে বহিষ্কারের মতো একটি বড় শাস্তির উপসংহার – গুরুতরভাবে কোনো বিবেচনা ছাড়াই করা হচ্ছে। এটা সত্যিই লজ্জাজনক।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে লোকসভায় আলোচনা চলছে। এই আলোচনার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। দলের এমপি কল্যাণ ব্যানার্জি বলেছেন, সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। মহুয়া মৈত্রের কথা বলার সুযোগ পাওয়া উচিত। কিন্তু স্পিকারের যুক্তি আগেই নিজের বক্তব্য জানিয়েছেন মহুয়া তাই তাকে তার সুযোগ দেওয়া মানায় না।

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান
পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান

পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান

এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ
এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ

এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

ভারতীয় মুদ্রার দরপতনে আবার রেকর্ড, প্রতি ডলারে মিলছে ৮৬ রুপি
ভারতীয় মুদ্রার দরপতনে আবার রেকর্ড, প্রতি ডলারে মিলছে ৮৬ রুপি

ভারতীয় মুদ্রার দরপতনে আবার রেকর্ড, প্রতি ডলারে মিলছে ৮৬ রুপি

মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর
ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর

ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর

ট্রাম্পের উদ্ভট দাবি,  ট্রুডোর তীব্র প্রতিক্রিয়া
ট্রাম্পের উদ্ভট দাবি, ট্রুডোর তীব্র প্রতিক্রিয়া

ট্রাম্পের উদ্ভট দাবি, ট্রুডোর তীব্র প্রতিক্রিয়া

ভয়াবহ বন্যায় সৌদিতে ‘হাই রেড অ্যালার্ট’ জারি
ভয়াবহ বন্যায় সৌদিতে ‘হাই রেড অ্যালার্ট’ জারি

ভয়াবহ বন্যায় সৌদিতে ‘হাই রেড অ্যালার্ট’ জারি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা