বাংলাখবর

ফ্রান্সে লুটপাট-অগ্নিসংযোগ থামছে না

বাংলা খবর ডেস্ক : পুলিশের গুলিতে কিশোর নাহেলের (১৭) মৃত্যুর জেরে ফ্রান্সে উদ্ভূত সহিংসতার ঘটনায় শনিবার দিবাগত রাতে আরো কয়েক শ লোককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর এ নিয়ে পঞ্চম রাত পর্যন্ত চলছে গ্রেপ্তার অভিযান। গত মঙ্গলবার আলজেরীয়-মরোক্কান বংশোদ্ভূত ফরাসি ওই কিশোরের মৃত্যুর ঘটনায় সৃষ্ট দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের মধ্যে থাকা কিশোর ও তরুণরা সড়কের বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগ করার পাশাপাশি বিভিন্ন ভবনে হামলা-ভাঙচুর চালাচ্ছে।

পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েছে তারা। শনিবার রাজধানী প্যারিসের পাশে নঁতেরে এলাকায় নাহেলের নিজ শহরে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় তার বাড়িতে বহু মানুষ ভিড় জমায়। নাহেলের দাফনকার্যের আনুষ্ঠানিকতা শেষ করার পরদিন গতকাল রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আরো ৭১৯ জনকে গ্রেপ্তার করেছে।

আগের রাতে প্রায় এক হাজার ৩০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।মন্ত্রণালয় বলছে, বিক্ষোভকারীদের হামলায় পুলিশসহ আধাসামরিক বাহিনীর প্রায় ৪৫ জন আহত হয়েছেন। অগ্নিসংযোগ করা হয়েছে ৫৭৭টি যানবাহন ও ৭৪টি ভবনে। এ ছাড়া সড়ক ও বিভিন্ন স্থান মিলিয়ে ৮৭১টি জায়গায় বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করেছে।

প্যারিসের দক্ষিণে অবস্থিত একটি শহরের মেয়র ভিনসেন্ট জিনবার্ন জানিয়েছেন, বিক্ষোভকারীরা তাঁর বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করেছে। এতে তাঁর স্ত্রী ও এক সন্তান আহত হয়েছেন। তিনি বলেন, ‘গত রাতের (শনিবার) ভয়াবহতা এবং লাঞ্ছনার মাত্রা সীমা ছাড়িয়ে গেছে।’পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্সজুড়ে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাহেলের মৃত্যুর পর মার্সেইলে শহরে ব্যাপক সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সহিংস বিক্ষোভের জেরে কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতির জেরে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাঁর জার্মানি সফর স্থগিত করেন। প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেসের তথ্য মতে, গতকাল প্রেসিডেন্ট ম্যাখোঁ তাঁর সরকারের সদস্যদের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন।

এদিকে চলমান সহিংসতা বন্ধের জন্য দেশটিতে রাত ৯টার পর যাত্রীবাহী বাস ও ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দাহ্য তরল বিক্রিও। মার্সেইলে শহরে সন্ধ্যা ৬টার পরই শহরের পরিবহনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

নাগরিকদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগ

এ অবস্থায় ফ্রান্সে শরৎকালে রাগবি বিশ্বকাপ এবং আগামী বছর গ্রীষ্মে প্যারিস অলিম্পিক গেমসের আয়োজন নিয়ে অন্যান্য দেশ উদ্বেগ জানিয়েছে।

যুক্তরাজ্য ও ইউরোপের অন্য দেশগুলো তাদের পর্যটকদের সহিংসতাকবলিত এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। ইরান তার নাগরিকদের ফ্রান্সে অপ্রয়োজনীয় ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। চীনও ফ্রান্সে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্ক থাকার আহবান জানিয়েছে।

‘দাঙ্গাবাজরা মৃত্যুকে ব্যবহার করছে’

ফ্রান্সে পুলিশের গুলিতে নিহত নাহেলের নানি নাদিয়া দেশজুড়ে দাঙ্গা বন্ধ করার আহবান জানিয়েছেন। সহিংস বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের উদ্দেশে নাহেলের নানি বলেন, ‘আমরা তাদের দোকান, বাস ও স্কুল ধ্বংস করতে বলিনি। তারা অপকর্ম করার জন্য নাহেলকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। আমরা পরিস্থিতি শান্ত দেখতে চাই।’

ন্যায়বিচারের প্রতি বিশ্বাস রাখার কথা উল্লেখ করে তিনি জানান, তাঁর নাতিকে যে পুলিশ গুলি করেছেন তাঁকে তিনি ঘৃণা করেন। কিন্তু এর অর্থ এই নয় তিনি সব পুলিশের প্রতি এমন মনোভাব পোষণ করেন। নাহেলের মা মোনিয়াও জানান, ছেলের মৃত্যুতে তিনি শুধু একজন পুলিশ সদস্যকেই দোষী মনে করেন। গোটা পুলিশ প্রশাসনের সব সদস্যের প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই। নাদিয়ার অভিযোগ, এ ঘটনায় দুজন পুলিশ সদস্য জড়িত রয়েছেন। তাঁদের মধ্যে একজন নাহেলের মাথায় আঘাত করেছেন এবং আরেকজন সরাসরি গুলি করেছেন।

সূত্র : বিবিসি, এএফপি

এই বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের ওপর কানাডার ‘ট্রাম্প কর’ আরোপের হুমকি
যুক্তরাষ্ট্রের ওপর কানাডার ‘ট্রাম্প কর’ আরোপের হুমকি

যুক্তরাষ্ট্রের ওপর কানাডার ‘ট্রাম্প কর’ আরোপের হুমকি

প্রথম ধাপে মুক্তি পাবে ৭৩৭ ফিলিস্তিনি বন্দি
প্রথম ধাপে মুক্তি পাবে ৭৩৭ ফিলিস্তিনি বন্দি

প্রথম ধাপে মুক্তি পাবে ৭৩৭ ফিলিস্তিনি বন্দি

মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ
মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ

মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ

ট্রাম্পের শপথে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে, কারণ কী
ট্রাম্পের শপথে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে, কারণ কী

ট্রাম্পের শপথে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে, কারণ কী

‘বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র’
‘বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র’

‘বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র’

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ : টিউলিপকে ইলন মাস্ক
দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ : টিউলিপকে ইলন মাস্ক

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ : টিউলিপকে ইলন মাস্ক

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস
অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস

টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান
পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান

পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান

এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ
এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ

এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ