বাংলাখবর
ফের নির্বাচিত ট্রাম্প, ভাঙলেন ১৩১ বছরের রেকর্ড
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দিয়ে পরাজিত প্রেসিডেন্ট হওয়ার পর ফের নির্বাচিত হবার অনন্য রেকর্ড ভাঙলেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে তিনি দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবারও দারুণভাবে রাজনৈতিক প্রত্যাবর্তন করলেন ট্রাম্প। খবর বিবিসির।
মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমলা হ্যারিসের চেয়ে এবার শুধু ইলেকটোরাল কলেজ ভোটে নয়, পপুলার ভোটেও উল্লেখযোগ্য ব্যবধানে জিতেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৮ লাখ ৮৪ হাজার ৩৪৯টি ভোট। আর পরাজিত প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৮৬৭ ভোট।
২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তখনকার ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পপুলার ভোট প্রায় দুই শতাংশ কম পেয়েছিলেন। বিবিসির খবর অনুযায়ী, ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্প ২৭৯টি এবং কমলা ২২৩টি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার ফলে তিনি গ্রোভার ক্লিভল্যান্ডের পর দ্বিতীয় প্রেসিডেন্ট হবার রেকর্ড গড়লেন। যিনি মেয়াদ শেষে নির্বাচনে হেরে গিয়ে চার বছর পর ফের জয়ী হন। ক্লিভল্যান্ড পরাজিত হওয়ার পর ফের নির্বাচিত হয়েছিলেন। পরপর নয় বরং দুটি ভিন্ন মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড প্রথমবারের মতো এমন অনন্য সফলতা দেখিয়েছিলেন ১৮৯৩ সালের নির্বাচনে জয়লাভ করে। ১৩১ বছরের আগেকার সেই অনবদ্য রেকর্ড ভাঙার সুযোগ হাতিয়ে নিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিজাত পরিবারের সন্তান। তার বাবা দেশটির অন্যতম ধনী ব্যক্তি। নিউইয়র্কের রিয়েল এস্টেট টাইকুন ট্রাম্পের বর্ণাঢ্য জীবন কয়েক দশক ধরেই বিভিন্ন ট্যাবলয়েডের পাতায় এবং টেলিভিশনের পর্দায় ঘোরাফেরা করেছে।
ডোনাল্ড ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন। স্কুলে দুষ্টমি ও উচ্ছৃঙ্খল আচরণের জন্য ১৩ বছর বয়সে তাকে সামরিক একাডেমিতে পাঠিয়ে দেয়া হয়। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিয়ে করেছেন তিনবার। সবশেষ ২০০৫ সালে বর্তমান স্ত্রী মেলানিয়ার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তিনি। ব্যারন উইলিয়াম ট্রাম্প নামে তাদের একটি ছেলে রয়েছে।
ট্রাম্প প্রেসিডেন্ট পদে লড়ার প্রথম আগ্রহ প্রকাশ করেন ১৯৮৭ সালে। এমনকি রিফর্ম পার্টির প্রার্থী হিসেবে তিনি ২০০০ সালে প্রতিদ্বন্দ্বিতাও করেন। তবে ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে তিনি প্রথমবার মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউস থেকে বিদায় নেন। তবে এবার ২০২৪ সালে কমলাকে হারিয়ে আবারও চার বছরের জন্য মার্কিন মুলুকের সিংহাসনে বসলেন ৭৯ বছর বয়সী ট্রাম্প।
এই বিভাগের আরও খবর
আগুনে ভস্মীভূত হলিউড হিলস
আগুনে ভস্মীভূত হলিউড হিলস
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫
মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা
মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা
ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ৭ রাজ্যে জরুরি অবস্থা
ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ৭ রাজ্যে জরুরি অবস্থা
হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি