বাংলাখবর
প্রাণ বাঁচাতে ৪০ বছর আগের পুরোনো নিয়মে ফিরলো গাজার মানুষ
বাংলা খবর ডেস্ক : ৪০ বছর আগের জীবনে চলে গেছি আমরা। শুরু করেছি মাটির চুলায় রান্না। শুধু জীবন বাঁচাতে এই পেছনে ফেরা। কারণ, না খেয়ে প্রাণ যাচ্ছে আমাদের শিশু-বৃদ্ধসহ দুর্বল মানুষদের।
কথাগুলো ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ গাজার বেসামরিক মানুষদের। ইসরায়েলের আগ্রাসন শুধু বোমা হামলায়ই থেমে নেই। অনেকটাই বন্ধ গাজায় সাহায্যসামগ্রী আনা নেওয়া। বিচ্ছিন্ন রয়েছে গ্যাস-বিদ্যুৎ। নেই জ্বালানি এবং খাদ্যপণ্যের সরবরাহ। ফলে বোমায় না মরলেও না খেয়ে প্রাণ ঝরছে নীরিহ মানুষদের।
গ্যাস বা জ্বালানি না থাকায় গাজার দক্ষিণ প্রান্তের খান ইউনুসের একটি অস্থায়ী বেকারির দোকানে বানানো হয়েছে মাটির চুলা। কাঠ ও পরিত্যক্ত কাগজ সংগ্রহ করে সেখানে জ্বালানো হয়েছে আগুন। সেই আগুনে রুটি ছেঁকা হচ্ছে রুটি। চরম খাদ্য সংকটে ভোগা মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আসছেন রুটি ছেঁকতে। যদিও তারা বলছেন, ময়দা এবং লবনেরও সংকট তৈরি হওয়ায় দাম বেড়ে গেছে ২ থেকে ৩ গুণ। সংকট আছে পানিরও। ফলে রুটি খাওয়াও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য।
শুধু খাদ্যের সংকট নয়, পানির সংকটে টয়লেট ব্যবহারও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে গাজার বাস্তূচূত এই মানুষদের জন্য।
খলিল জাইনো নামে এক বাস্তুচ্যূত নাগরিক বলেন, এখন আমরা মাটির চুলায় রুটি সেঁকতে পারি। এটিই আমরা ৪০ বছর আগে ব্যবহার করতাম। এখন আবারও আমাদের সেই মাটির চুলায় ফিরতে হচ্ছে, কারণ ইহুদিরা আমাদের ঘরছাড়া করেছে। আমরা খান ইউনিসের কাছে বাস্তুচ্যুত হয়েছি, আমরা রান্না করছি এবং সংগ্রাম করছি, সেখান থেকে কাঠ এবং জিনিসপত্র সংগ্রহ করতে হচ্ছে। আমরা খাওয়ার জন্য আটাও পাচ্ছি না। আপনি ছোট বাচ্চাদের দেখতে পাচ্ছেন, তাদের খাওয়া-দাওয়া করতে হবে- কিন্তু জানি না আমরা খাবার কোথা থেকে পাব?
তিনি আরও বলেন, আমরা ৪৫ দিন ধরে কষ্ট পাচ্ছি। শিশু ও মহিলা বেশি কষ্ট পাচ্ছে। বিদ্যুৎ নেই, টয়লেটে পানিও নেই ৪৫ দিন ধরে। বেসামরিক মানুষ, বিশেষ করে নিষ্পাপ শিশুরা কী করেছে? নারীদের কি দোষ ছিল? এখন ,মানুষ ক্ষুধার কারণে মারা যাচ্ছে।
বেকারি মালিক সাকার আবু ওবায়েদ বলেন, প্রথমে আমি এটি কেবল আমাদের জন্য রুটি তৈরি করতে চুলা বানিয়েছি। কিন্তু এখন সবাই এখানে ছেঁকতে আসে। তাই এখন আমি রুটি বানাই এবং আমি কাঠ কিনি। লোকেরা রুটি ছেঁকতে সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে জড়ো হয়। ময়দা যথেষ্ট নেই, খামির আগে ৫ শেকেল ছিল। এখন ৪০ শেকেল হয়েছে। আমরা পানি খুঁজে পাচ্ছি না। এক শেকেল এক কেজি লবন ছিল। এখন ১৫ শেকেল হয়ে গেছে।
গত ৭ অক্টোবর হামাসের হাতে আটক ৫০ ইসরায়েলী নাগরিক ও ইসারায়েলের কারাগারে আটক ১৫০ ফিলিস্তিনীর মুক্তির বিনিময়ে আগামী ৪ দিন যুদ্ধবিরোতি পালনে সম্মত হয়েছে উভয় পক্ষ। সেই চুক্তির অংশ হিসাবে মানবিক সহায়তা, ওষুধ ও জ্বালানি নিয়ে শতাধিক ট্রাককে গাজায় প্রবেশ করার সুযোগ দেয়া হবে বলে জানানো হয়েছে। এই সাহায্য পৌঁছালে গাজার খাদ্য সংকট কিছুটা লাগব হবে বলে ধারনা করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস
অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান
পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান
এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ
এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি
ভারতীয় মুদ্রার দরপতনে আবার রেকর্ড, প্রতি ডলারে মিলছে ৮৬ রুপি
ভারতীয় মুদ্রার দরপতনে আবার রেকর্ড, প্রতি ডলারে মিলছে ৮৬ রুপি
মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর
ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর
ট্রাম্পের উদ্ভট দাবি, ট্রুডোর তীব্র প্রতিক্রিয়া
ট্রাম্পের উদ্ভট দাবি, ট্রুডোর তীব্র প্রতিক্রিয়া
ভয়াবহ বন্যায় সৌদিতে ‘হাই রেড অ্যালার্ট’ জারি
ভয়াবহ বন্যায় সৌদিতে ‘হাই রেড অ্যালার্ট’ জারি