বাংলাখবর
প্রচারে কাদা ছোড়াছুড়ি
বাংলা খবর ডেস্ক : ভোটের দৌড়ে এগিয়ে থাকতে আমেরিকার মতো সভ্য দেশের প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও তাদের কদর্য দিক প্রকাশ করছেন। প্রচারে নেমে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প- দুজনেই দুজনকে কথার তীরে ব্যক্তিগত আক্রমণ করছেন প্রায় প্রতিদিনই। সর্বশেষ পেনসিলভানিয়ায় এক সমাবেশে ভাইস প্রেসিডেন্ট কমলা বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প একজন ফ্যাসিবাদী নেতা এবং তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য মোটেও যোগ্য নন। অন্যদিকে সামাজিক মাধ্যমে প্রচারিত এক নির্বাচনী বিজ্ঞাপনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প দাবি করেছেন- বাইডেনের হুবহু সংস্করণ কমলা, যিনি এরই মধ্যে দুটি যুদ্ধ বাধিয়েছেন এবং যুক্তরাষ্ট্র তাকে আরও চার বছর কিছুতেই সহ্য করতে পারবে না।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হবে ৫ নভেম্বর। এরই মধ্যে আগাম ভোটও চলছে। ট্রাম্প আশাবাদী, তিনি ডেমোক্র্যাট প্রতিপক্ষ কমলাকে হারিয়ে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। এর আগে ২০১৬ সালে তিনি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হন।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আয়োজিত এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে ভোটারের প্রশ্নের জবাবে কমলা দাবি করেছেন, যতই ভোটের দিন কাছে আসছে, ট্রাম্পের ‘অস্থিরতা’ ক্রমাগত বাড়ছে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য উপযোগী কিনা- এমন একটি প্রশ্নের উত্তর ভোটারদের পক্ষ থেকে কমলার কাছে জানতে চাওয়া হয়েছিল। কমলা তখন সাবেক জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের প্রতি ট্রাম্পের প্রীতির কথা উল্লেখ করে কঠোর সমালোচনা করেন।
নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভোটারদের উদ্বেগের প্রসঙ্গ টেনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘তারাও আমাদের গণতন্ত্রের কথা ভাবেন। তারা যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট চান না, যিনি স্বৈরশাসকদের প্রশংসা করেন এবং নিজে ফ্যাসিবাদী।’
ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা জন কেলির সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন এ রিপাবলিকান প্রার্থী। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কেলি বলেছেন, নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের প্রশংসা করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের যেমন সামরিক বাহিনী ছিল, তেমন সামরিক বাহিনী গড়তে চান।
রিপাবলিকান কিছু নেতার কথা উল্লেখ করে কমলা বলেছেন, ‘তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অবমাননা করেছেন। তারা বলেছেন, ট্রাম্পের আর কখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ঠিক হবে না।’ কমলা মনে করেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মঙ্গল ও নিরাপত্তার জন্য বিপজ্জনক।
এদিকে ডেমোক্র্যাটদের কথা উল্লেখ করে ট্রাম্পের নির্বাচনী এক বিজ্ঞাপনে বলা হয়েছে- ‘বছরের পর বছর একই কাজ করে ভিন্ন ফল প্রত্যাশা করে ওরা। কমলার নীতি বাইডেনের নীতিরই নকল।’ ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধের কথা ইঙ্গিত করে ওই বিজ্ঞাপনে বলা হয়- ‘তাদের কারণে এরই মধ্যে দুটি যুদ্ধ বেধেছে। এ ছাড়া তারা অবৈধ অভিবাসীদের মাথায় তুলে নাচছেন। বিপরীতে আমেরিকার নাগরিকরা বেঁচে থাকার লড়াই করছে। কমলা কর বাড়াতে চান। ঋণচক্রে হাবুডুবু খাচ্ছে আরও অনেক মানুষ। আমরা আরও চার বছর কমলাকে সহ্য করতে পারব না।’
গত সাত দিনে এই ধরনের পারস্পরিক কথার আক্রমণ চালিয়ে যাচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
এই বিভাগের আরও খবর
আগুনে ভস্মীভূত হলিউড হিলস
আগুনে ভস্মীভূত হলিউড হিলস
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫
মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা
মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা
ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ৭ রাজ্যে জরুরি অবস্থা
ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ৭ রাজ্যে জরুরি অবস্থা
হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি