বাংলাখবর

ট্রাম্প-কমলায় বিভক্ত তারকারা

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র সাত দিন বাকি। শেষ সময়ে এসে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

দুই প্রার্থীরই সমর্থনে এগিয়ে আসছেন মার্কিন জনপ্রিয় সব তারকা ও ধনকুবের। তাদের মধ্যে কেউ কেউ দিচ্ছেন মৌখিক সমর্থন, কেউ কেউ আবার পছন্দের প্রার্থীকে জেতাতে দিচ্ছেন বিপুল অর্থের জোগান। নির্বাচনে ট্রাম্প-কমলায় রীতিমতো দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন তারকারা। সোমবার ফোর্বসের প্রতিবেদনে উঠে আসে দুই প্রার্থীর পক্ষের সমর্থকদের নাম।

ট্রাম্পের সমর্থনে যারা

ইলন মাস্ক : নির্বাচনের শুরু থেকে ট্রাম্পকে ব্যপকভাবে সমর্থন দিয়ে আসছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। শুধু মৌখিকভাবেই নয়, আর্থিকভাবেও ট্রাম্পকে ব্যাপক সাহায্য করছেন তিনি। রোববারও নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ারে ট্রাম্পের সমাবেশে যোগ দিয়েছিলেন মাস্ক। সেখানে তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। এর আগে ট্রাম্পকে ভোট দেওয়ায় অঙ্গীকারবদ্ধ ভোটারদের প্রতিদিন ১০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন মাস্ক।

রোজেন বার : বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত অভিনেতা রোজেন বার।  বরাবরই তিনি ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সমালোচনা করে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করে আসছেন। এবার  ট্রাম্পের পক্ষে তার অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন রোজেন।

জাচারি লেভি : অভিনেতা জাচারি লেভি ট্রাম্পের প্রতি তার সমর্থনকে জোর গলায় ব্যক্ত করেছেন। তার ভাষ্যমতে, ট্রাম্প এমন একজন প্রার্থী যে আমেরিকাকে  ‘আগের অবস্থায়’ ফেরত নিতে সক্ষম। এমনকি তিনি ট্রাম্পকে একমাত্র যোগ্য প্রার্থী হিসাবে প্রশংসাও করেন। কেনেডি ট্রাম্পের প্রতি সমর্থন স্থানান্তর করার আগে লেভি প্রাথমিকভাবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে সমর্থন করেছিলেন।

কিড রক : মার্কিন সংগীতশিল্পী কিড রক একজন মৌখিকভাবে বরাবরই ট্রাম্পকে সমর্থন দিয়ে আসছেন। নিয়মিতই তিনি ট্রাম্পের সমাবেশে উপস্থিত হন। এমনকি ট্রাম্পের ওপর একটি ব্যর্থ হত্যা প্রচেষ্টার পর বেশ সরব ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্টের মাধ্যমে রক জানান, ‘যদি আপনি ট্রাম্পের সাথে (অভিমানী) হন তবে আপনি আমার সঙ্গেও ‘অভিমানী’।

হাল্ক হোগান : সাবেক জনপ্রিয় রেসলার হাল্ক হোগানও সমর্থন দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে।  সমর্থনে হাল্ক বলেছিলেন, ‘ট্রাম্পকে আবার শাসন করতে দিন।’ এ ছাড়াও তিনি বলেন, আমেরিকার সংকটময় মুহূর্তে তিনি চুপ করে বসে থাকতে পারেন না। তার মতে, আমেরিকার যেকোনো পরিস্থিতি উত্তরণে ট্রাম্পই দেশকে সাহায্য করতে পারবে।

অ্যাম্বার রোজ : মডেল এবং র‌্যাপার অ্যাম্বার রোজও ট্রাম্পকে জোর সমর্থন জানিয়েছেন। এছাড়াও মিডিয়া ট্রাম্পকে ভুলভাবে উপস্থাপন করছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এবং মার্কিনিদের প্রতি তার পরিকল্পনাকেও সমর্থন করেন অ্যাম্বার।

কমলার সমর্থনে যারা

ব্যাড বানি : রোববার ট্রাম্পের নারীবিদ্বেষী মন্তব্যের পর কমলার প্রতি জোর সমর্থন জানান পুয়ের্তো রিকানের জনপ্রিয় সংগীতশিল্পী ব্যাড বানি। নিজের ইন্সটাগ্রামে কমলার সমর্থনে বার্র্তা দিয়ে ট্রাম্পের সমালোচনা করেন তিনি। বানি বলেন, ‘আমি কখনো ভুলব না ট্রাম্প কী করেছিলেন এবং কী করেননি যখন পুয়ের্তোর একজন যত্মশীল ও যোগ্য নেতার প্রয়োজন ছিল।’

বিয়ন্সে :  হ্যারিসকে সমর্থন করার জন্য হিউস্টনে একটি সমাবেশে গিয়েছিলেন জনপ্রিয় পপ-তারকা বিয়ন্সে। সেসময় তিনি ভোটারদের উদ্দেশে ‘শুধু একজন সেলিব্রিটি হিসাবে নয়, একজন মা হিসাবে’ ভোট দেওয়ার আহবান জানিয়েছিলেন। এমনকি সেই সমাবেশে বিয়ন্সে হ্যারিসকে ‘যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে পরিচয় করিয়ে দেন।’

এমিনেম : বিখ্যাত র‌্যাপার এমিনেম দীর্ঘদিন ধরে ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। তিনিও সরাসরি হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি নিজ শহরের তরুণ ভোটারদের হ্যারিসকে সমর্থন জানাতে উৎসাহিত করেছিলেন।  

লিজো : ডেট্রয়েটে জন্মগ্রহণকারী র‌্যাপার লিজো হ্যারিসের সঙ্গে সমাবেশ করেছিলেন। অহংকারী বলে ট্রাম্পের সমালোচনাও করেছিলেন তিনি। হ্যারিসের প্রতি সমর্থন জানিয়ে তাকে ‘শক্তিশালী নারী’ হিসাবেও আখ্যা দেন লিজো।

টেইলর সুইফট : মার্কিন নির্বাচনে কমলার সমর্থনে শক্ত অবস্থানে দেখা গেছে টেইলর সুফইটকে। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে তিনি সুফইটের সমর্থনে পোস্ট করেন। এছাড়াও নারীদের সম্পর্কে ট্রাম্পের মন্তব্যে হাস্যকর সম্মতি দিয়ে তার পোস্টটি শেষ করেছেন।

বিলি আইলিশ এবং ফিনিয়াস : ভাইবোন বিলি আইলিশ এবং ফিনিয়াস যৌথভাবে হ্যারিসকে সমর্থন করেছেন। ভক্তদের উদ্দেশে তারা লিখেছেন, আপনারা এমনভাবে ভোট দিন, ‘যেন এটার ওপর আপনার জীবন নির্ভর করে।’  দুই ভাই-বোনই ‘প্রজনন স্বাধীনতা, আমেরিকা ও গণতন্ত্রের’ প্রতি হ্যারিসের প্রতিশ্র“তিকে সমর্থন জানিয়েছেন।

অপরাহ উইনফ্রে : কমলাকে সমর্থন জানাতে একটি ভার্চুয়াল নির্বাচনি সমাবেশ করেছিলেন অপরাহ উইনফ্রে। পুরো সমাবেশটির সঞ্চালকের ভ‚মিকায় ছিলেন বিখ্যাত এই গণমাধ্যম ব্যক্তিত্ব। ভার্চুয়াল সেই সমাবেশে তারকাদের যেন হাট বসেছিল। নির্বাচনি সেই সমাবেশে জেনিফার লোপেজ, মেরিল স্ট্রিপ, ক্রিস রক, বেন স্টিলারসহ জুলিয়া রবার্টসের মতো খ্যাতনামা সব হলিউড তারকারও উপস্থিত থেকে কমলাকে সমর্থন জানিয়েছিলেন। 

এই বিভাগের আরও খবর

আগুনে ভস্মীভূত হলিউড হিলস
আগুনে ভস্মীভূত হলিউড হিলস

আগুনে ভস্মীভূত হলিউড হিলস

৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট

৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট

লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু

লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু

গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা

গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা

ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের

ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের

ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস

ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস

ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প

ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প

শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন

শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা
মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা

ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ৭ রাজ্যে জরুরি অবস্থা
ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ৭ রাজ্যে জরুরি অবস্থা

ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, ৭ রাজ্যে জরুরি অবস্থা

হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

হঠাৎ ট্রাম্পের বাসভবনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি