বাংলাখবর
অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক
বাংলা খবর ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত ও কানাডার সম্পর্ক খুবই খারাপ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই বৈঠকটি আলাদা গুরুত্ব পেয়েছে। তবে কানাডা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে কিনা, হলেও কী আলোচনা হয়েছে তা ব্লিংকেন বা জয়শঙ্কর কিছু জানাননি।
দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু তারা নিজেদের কথা বলেছেন মাত্র। কোনো প্রশ্ন নেননি। সাংবাদিকরা কানাডা নিয়ে প্রশ্ন করলেও ব্লিংকেন কোনো জবাব দেননি।
তবে জয়শঙ্কর বলেছেন, ''আবার আমেরিকায় আসতে পেরে তিনি খুশি। ভারতের প্রধানমন্ত্রী মোদিও কিছু দিন আগে এসেছিলেন। যুক্তরাষ্ট্র যেভাবে জি-২০ বৈঠকে আমাদের সাহায্য করেছে, তাতে আমরা খুবই আনন্দিত।''
ব্লিংকেন জানিয়েছেন, ''জি-২০ ও জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ভারতের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে।''
বৈঠকের পর এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর বলেছেন, ''আমার বন্ধু ব্লিংকেনের সঙ্গে বৈঠক করে খুবই ভালো লাগছে। অনেক বিষয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি জুন মাসে যে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন, তার ফলো আপ হয়েছে। তাছাড়া বিশ্বে এখন যে ঘটনা ঘটছে, তা নিয়েও আমরা মতবিনিময় করেছি। এছাড়া আসন্ন টু প্লাস টু বৈঠক নিয়েও কথা হয়েছে।''
টু প্লাস টু ভারত ও আমেরিকার পররাষ্ট্র ও প্রতিরক্ষা পর্যায়ের বৈঠক। দিল্লিতে এবার এই বৈঠক হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও বলেছেন, ''এই বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ, ক্লিন এনার্জির মতো বিষয়গুলো নিয়ে কথা হবে।''
তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে বৈঠকের আগে জয়শঙ্কর বলেন, ‘‘গত কয়েক বছরে কানাডায় পরিকল্পিত অপরাধের সংখ্যা ব্যাপক বেড়েছে। বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থার কারণেই এই অপরাধ এবং সহিংসতা সংঘটিত হচ্ছে। কানাডা থেকে কী কী অসামাজিক কার্যকলাপ চলে তা জানিয়ে জঙ্গি নেতাদের চিহ্নিত করে প্রত্যর্পণ করতেও আবেদন জানানো হয়েছে।’’
জয়শঙ্কর অবশ্য এই বৈঠকের পরে তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে কানাডা প্রসঙ্গ উল্লেখ করেননি। শুধু লিখেছেন, ‘‘ওয়াশিংটন সফর শুরু হলো আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে বৈঠকের মাধ্যমে। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রবল সম্ভাবনার দিকটি খতিয়ে দেখে তা এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে কথা হয়েছে।’’ প্রসঙ্গত, ট্রুডোর অভিযোগ নিয়ে ভারতকে প্রথম আমেরিকার উদ্বেগের কথা জানিয়েছিলেন সুলিভান।
সূত্র : এপি, রয়টার্স, পিটিআই
এই বিভাগের আরও খবর
‘বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র’
‘বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র’
দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ : টিউলিপকে ইলন মাস্ক
দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ : টিউলিপকে ইলন মাস্ক
অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস
অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান
পাকিস্তানে বিশাল এক স্বর্ণের খনির সন্ধান
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যা বললেন ভারতীয় সেনাপ্রধান
এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ
এবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার প্রবীণ রাজনীতিবিদ
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি
ভারতীয় মুদ্রার দরপতনে আবার রেকর্ড, প্রতি ডলারে মিলছে ৮৬ রুপি
ভারতীয় মুদ্রার দরপতনে আবার রেকর্ড, প্রতি ডলারে মিলছে ৮৬ রুপি
মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর
ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর