বাংলাখবর
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজয় দিবস পালন করল ক্যুইবেক আওয়ামী লীগ
মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান
‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’। এই প্রতিপাদ্য সামনে রেখেই এবারের বিজয় দিবস পালন করে বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা, ক্যুইবেক।
বঙ্গবাণী নিউজ ডেস্ক, মন্ট্রিয়ল: ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’। এই প্রতিপাদ্য সামনে রেখেই এবারের বিজয় দিবস পালন করে বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা, ক্যুইবেক।
গত ২৪শে ডিসেম্বর ২০২২ইং শনিবার কানাডার মন্ট্রিয়লে বাংলাদেশ আওয়ামী লীগ, কানাডা ক্যুইবেক শাখার আয়োজনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, মোঃ শাহজাহান ভূঁইয়া, আব্দুর রশীদ খান কে সম্মাননা স্মারক তুলে দেন ক্যুইবেক আওয়ামীলীগ এর সভাপতি মুন্সী বশীর।
ক্যুইবেক আওয়ামী লীগ এর সভাপতি মুন্সী বশীর এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় শুরুতে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন আব্দুল গফুর এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যুইবেক আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ ফায়েক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগ এর সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইতরাত জুবেরী সেলিম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ক্যুইবেক আওয়ামী লীগ এর সহ সভাপতি আবুল কাশেম সারেং, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সুইট, কানাডিয়ান আইনজীবী উইলিয়াম সলন্ড।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন - ক্যুইবেক আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, সৈয়দ মেহেদী রাসেল, রনজিৎ মজুমদার, আলী আহমদ, আবু ইউনুস সুজন, ওসমান হায়দার বাচ্চু, মোঃ শাহজাহান, সাঈদ আহমদ হিলু, রোমেন আলম, মুজিবুর রহমান, মোঃ ইসলাম, মোঃ আশরাফ, সুভাষ বড়ুয়া প্রমূখ। মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শাহজাহান ভূঁইয়া ও আব্দুর রশীদ খান।
আলোচনা সভায় বক্তারা সদ্য সমাপ্ত আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের রায়ে দশমবারের মতো আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং টানা তিনবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে অভিনন্দন জানান। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সামনে এগিয়ে যাবে।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হচ্ছে—স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে। সেখানে নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে। এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। সরকার ও সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে ইতিমধ্যেই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে। দেশ অর্থনীতিতে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। একমাত্র আওয়ামী লীগই পারে দেশকে উন্নত করতে, এগিয়ে নিয়ে যেতে।
আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ কে আবারো বিজয়ী করবার লক্ষ্যে সবাই নিজ নিজ স্থান থেকে সর্বোচ্চ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
প্রবাসীদের প্রতি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান শেখ হাসিনার
প্রবাসীদের প্রতি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান শেখ হাসিনার
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজয় দিবস পালন করল ক্যুইবেক আওয়ামী লীগ
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজয় দিবস পালন করল ক্যুইবেক আওয়ামী লীগ
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কানাডা প্রবাসী শিক্ষার্থীর আজাদের মৃত্যু
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কানাডা প্রবাসী শিক্ষার্থীর আজাদের মৃত্যু