বাংলাখবর
শীতের দাপটে ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে
বাংলা খবর ঢাকা : রাজধানীসহ সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা, সঙ্গে বইছে হিমেল হাওয়া উষ্ণতার জন্য গরম পোশাক কিনতে ছুটছেন মসব শ্রেণি-পেশার মানুষ। দিনভর রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকার মার্কেটগুলোসহ ফুটপাতে ক্রেতার ভিড় লেগেই আছে। হঠাৎ গরম কাপড়ের বিক্রি বেড়ে যাওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও।
শুক্রবার (৩ জানুয়ারি) সরেজমিনে রাজধানীর নিউমার্কেট, সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, শীতের পোশাক কিনতে আসা লোকজনের ভিড় দেখা গেছে। ক্রেতারা বলছেন, গত কয়েকদিন তুলনামূলক বেশি শীত পড়ায় তারা গরম কাপড় কিনতে এসেছেন। আর হঠাৎ শীত বাড়ায় ব্যবসায়ও লাভ হচ্ছে তাদের।
ঘুরে দেখা যায়, নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নুরজাহান প্লাজা, গ্লোব সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেটসহ আশেপাশের সব মার্কেটেই ক্রেতারা ভিড় করছেন। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দরকষাকষি যেমন হচ্ছে, বিক্রিও হচ্ছে সেরকম।
তবে নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, চন্দ্রিমা মার্কেট, চাঁদনী চক শপিং কমপ্লেক্স, নূর ম্যানশন, নিউমার্কেট এবং ঢাকা কলেজের রাস্তার দু'পাশের ফুটপাতে শীতের কাপড়-চোপড় কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এ সময় হকারদের বলতে শোনা যায়, ‘দেইখ্যা লন বাইছা লন, এক দাম ৩০০।’ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, শীতে নতুন কাপড়-চোপড় কিনতেই তারা নিউমার্কেটে এসেছেন। স্বল্প মূল্যে আরামদায়কভাবে কেনাকাটা করা যাচ্ছে।
পুরুষদের হুডি, জ্যাকেট, ফুলহাতা টি-শার্ট কেনার প্রবণতা বেশি দেখা গেছে। মেয়েরা ব্যস্ত সোয়েটার, চাদর, হুডি কিনতে। এছাড়া, শিশুদের জন্য জাম্পার, গেঞ্জি, টুপি, কাপড়ের জুতা কিনতে দেখা যায় অনেক নারী ক্রেতাকে।
ফুটপাতের দোকানগুলোতে প্রতিটি হুডি ২৫০-৩৫০ টাকায়, টি-শার্ট ২০০-২৫০ টাকায় এবং সোয়েটার ৩৫০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু জায়গায় সোয়েটার ৫০০-৭০০ টাকায়ও বিক্রি হচ্ছে। শীতের টুপি ১০০-২০০ টাকা, চাদর ২৫০-৪৫০ টাকার মধ্যে এবং কাপড়ের জুতা ২০০-২৫০ টাকায় পাওয়া যাচ্ছে। জ্যাকেট প্রকারভেদে ৪০০-৯০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। শিশুদের শীতবস্ত্র সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মার্কেটের দোকান গুলো ঘুরে দেখা গেছে, কাপড়ের মান ভেদে ২০০ টাকা থেকে দুই থেকে তিন হাজার টাকা দামে কাপড় বিক্রি হচ্ছে। সোয়েটার ৩০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হুডি ৪০০ থেকে ৮০০ টাকায়, জ্যাকেট ১০০০ থেকে ৩০০০ টাকা, ফুলহাতা গেঞ্জি ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া চাদরের মান ভেদে ৪০০ টাকা থেকে ২০০০ টাকা, মহিলাদের সোয়েটার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মূলত এরকম দামের কাপড়ের চাহিদা বেশি দেখা গেছে। তাছাড়া কানটুপি, মাফলার ও মোজার দোকানেও ভিড় দেখা গেছে।
ফুটপাতের কাপড় কিনতে আসা মারুফ মিয়া বলেন, শীত নিবারণের জন্য প্রয়োজন গরম কাপড়। মার্কেটে কাপড়ের দাম বেশি। ফুটপাতে নতুন ও পুরোনো কাপড়ের দাম তুলনামূলক কম, আর দেখতেও ভালো। তাই ফুটপাতের কাপড়ের দোকানে কিনতে এসেছি। যে চাদর ও সোয়েটার আমি এখান থেকে ৪০০ টাকা দিয়ে কিনেছি, সেটা মার্কেটের দোকানে গেলে হাজার-বারো শ টাকা লাগত। গরিবের জন্য এই দোকানগুলো অনেক উপকারের।
উত্তরা থেকে আসা রেহনুমা পারভীন বলেন, নিউমার্কেট এলাকায় একসঙ্গে সব ধরনের কাপড় পাওয়া যায়। মার্কেট বেশি আর দোকানের সংখ্যাও বেশি। তাই পছন্দমতো দরদাম করে কাপড় কেনা যায়। এজন্যই পরিবারসহ কাপড় কিনতে এসেছি।
কামরাঙ্গীরচর থেকে আসা রুবায়েত বলেন, আজ অফিস ছুটির দিন। অন্য দিন কেনাকাটা করার তেমন সুযোগ পাই না। এজন্য আজ আসলাম। মার্কেট ঘুরে দেখছি। মার্কেটের তুলনায় ফুটপাতে কম দামে কাপড় পাওয়া যায়। পরিবারের সবার জন্য কেনাকাটা করব।
ফুটপাতে শীতের কাপড় বিক্রি করা কয়েকজন দোকানদার জানান, এসব কাপড় তারা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিভিন্ন রাস্তায় বিক্রি করেন। দাম কম হওয়ায় বেচাকেনা ভালোই হচ্ছে। শীত যত বাড়বে, এই কাপড়ের চাহিদাও তত বাড়বে।
নিউমার্কেট এলাকার হকার মতিন মিয়া জানান, এবারের শীত মৌসুমে তিনি দুই লাখ টাকা বিনিয়োগ করেছেন। আমি প্রতি বান্ডিল ১০ হাজার টাকায় ২০ বান্ডিল গরম কাপড় কিনেছি। প্রতি বান্ডিল পোশাক বিক্রি করে ২ থেকে ৩ হাজার টাকা লাভ হয়। প্রতিটি বান্ডিলে উলের ক্যাপ, স্কার্ফ, গ্লাভসসহ আট প্রকারের পণ্য রয়েছে। মানভেদে ২৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে সোয়েটার বিক্রি করছি।
এলাকার আরেক ভাসমান ব্যবসায়ী আব্দুল শুকুর জানান, তিনি ৬০ টাকা থেকে ২০০ টাকার দামে উলের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করেন। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে তার দোকানে বিক্রিও বেড়েছে।
মার্কেটের ব্যবসায়ী আফিল উদ্দীন বলেন, গত কয়েকদিন ঢাকায় শীত বেশি। কিছুদিন আগে শীতের জন্য একটু পাতলা কাপড় হলেও চলতো। এখন মোটা কাপড় ছাড়া চলাচল কষ্টকর হয়ে পড়ছে। এজন্য মার্কেটে ক্রেতার সংখ্যা বেশি। বেশ ভালো বিক্রি হচ্ছে। এবার শীতে গত দুই-তিন দিন ধরে সর্বোচ্চ বিক্রি হচ্ছে।
ফুটপাতের বিক্রেতা সজিব বলেন, আমরা একদামে কাপড় বিক্রি করি। অনেক বিক্রি হওয়ায় কম লাভে কাপড় ছেড়ে দেই। তাই আমাদের ক্রেতার সংখ্যাও বেশি। কয়েকদিন ধরেই ভালো বিক্রি হচ্ছে।
এই বিভাগের আরও খবর
শীতের দাপটে ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে
শীতের দাপটে ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে
ঢাকায় তীব্র শীত কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
ঢাকায় তীব্র শীত কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
রাজধানীজুড়ে আতশবাজি, মিরপুর-ধানমন্ডিতে অগ্নিকাণ্ড
রাজধানীজুড়ে আতশবাজি, মিরপুর-ধানমন্ডিতে অগ্নিকাণ্ড
অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে: ডিএমপি কমিশনার
অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে: ডিএমপি কমিশনার
গেম-মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ৩ কিশোরের ব্যাংক ডাকাতির চেষ্টা
গেম-মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ৩ কিশোরের ব্যাংক ডাকাতির চেষ্টা
গাজীপুর-ঢাকা ট্রেন চলাচল শুরু, স্টেশনে উপচেপড়া ভিড়
গাজীপুর-ঢাকা ট্রেন চলাচল শুরু, স্টেশনে উপচেপড়া ভিড়
ঢাকার যানজট নিরসনে যুক্ত হচ্ছেন বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরাও
ঢাকার যানজট নিরসনে যুক্ত হচ্ছেন বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরাও
ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাবি
ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাবি
মগবাজার লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ভেঙে চুরমার কয়েকটি গাড়ি
মগবাজার লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ভেঙে চুরমার কয়েকটি গাড়ি
বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে পড়ল খালে
বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে পড়ল খালে
রেশন, পেনশন, ফ্রি স্বাস্থ্যসেবাসহ ৮ দাবি ব্যাটারি রিকশা চালকদের
রেশন, পেনশন, ফ্রি স্বাস্থ্যসেবাসহ ৮ দাবি ব্যাটারি রিকশা চালকদের
খালেদা জিয়ার পাশে তরুণ তিন উপদেষ্টা
খালেদা জিয়ার পাশে তরুণ তিন উপদেষ্টা