বাংলাখবর
নিউইয়র্কের যে আবেগময় ঘটনা তাড়িয়ে বেড়াচ্ছে জুয়েল আইচকে
জুয়েল আইচ : দেশের নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ গত ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’য় তিনি অংশ নেন। সেখানে তিনি জাদু প্রদর্শন করেন। তবে মঞ্চে জাদু দেখিয়ে নামার পর ঘটে যাওয়া এক ঘটনাকে এখনো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে।
সেই ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন জুয়েল আইচ। সঙ্গে জুড়ে দিয়েছেন সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত একটি ছবি। নন্দিত এই জাদুশিল্পীর সেই ঘটনা পাঠকদের জন্য তুলে ধরা হলো।
জুয়েল আইচ লিখেছেন, ‘এবার নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সম্মেলন এবং আন্তর্জাতিক বাংলা বইমেলায় নানা রকমের অবিশ্বাস্য সমস্ত ঘটনা ঘটেছে। আমি একজন সামান্য জাদুশিল্পী। তরুণ বয়সে ১৯৭১ সালে রাইফেল হাতে যুদ্ধ করেছি। লাখ লাখ মানুষের আত্মদানে দেশটা স্বাধীন হয়েছিল। কিন্তু আমার কথায় এক ঘণ্টারও বেশি সময় ধরে হলভর্তি দর্শক পিনপতন নিস্তব্ধতায়, কখনো অট্টহাসিতে ও প্রচণ্ড হাততালিতে ছাদ ফাটিয়ে ফেলার মতো পরিস্থিতি তৈরি করলেন। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এত ভালোবাসা আমি কোথায় রাখি!’
তিনি লিখেছেন, ‘‘আবার কেউ কেউ আমাকে রক্ষা করার জন্য ভলান্টিয়ারের মতো এগিয়ে এসেছেন। এ সময় হঠাৎ একজন মাঝবয়সী ভদ্রমহিলা সামনে এগিয়ে এলেন। হলুদ শাড়ি পরা। মাথায় কাঁচা-পাকা চুল। আমার মুখের দিকে মুখ তুলে তাকিয়ে দাঁড়িয়ে গেলেন। অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্না মানুষ। খুবই দৃঢ়। কিছুক্ষণ নিশ্চুপ থেকে আমাকে সুদৃঢ় উচ্চারণে বললেন, ‘আমি আপনার সঙ্গে ছবি তুলতে আসিনি। তার এই ব্যক্তিত্ব ও কথা বলার আত্মবিশ্বাসী ভঙ্গি আশপাশের সবাইকে থামিয়ে দিল। তিনি আরও বললেন, ‘আপনি আমার বাংলাদেশ।’ মুহূর্তে একদম মায়ের মতো আমার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আমাকে জড়িয়ে ধরলেন। ডুকরে কেঁদে উঠলেন। তার কান্না আর থামছে না। আমি পরম শ্রদ্ধায় তার মাথায় ও পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম। ধীরে ধীরে তার কান্না থেমে এল। আশপাশের লোক কাছে এসে বিস্ময়ের দৃষ্টিতে তাকে এবং আমাকে দেখতে লাগলেন। এমন দৃশ্য এর আগে আমি এবং তারা কেউই কখনো দেখিনি বা দেখেননি।’’
এই ভদ্রমহিলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আজও তাড়িয়ে বেড়াচ্ছে উল্লেখ করে জুয়েল আইচ লেখেন, ‘আমি তারপর যা কিছুই করেছি, সবটাজুড়ে মায়ের মতো এই ভদ্রমহিলা আমার সমস্ত সত্তাকে আবিষ্ট করে রাখলেন। হোটেলে গেলাম কিছুতেই আর ঘুম পাচ্ছিল না। সারাটা রাত সেই স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়িয়েছে। আমি খুবই তুচ্ছ একজন মানুষ। অথচ এই ব্যক্তিত্বসম্পন্না ভদ্রমহিলা আমাকে কোথায় তুলে দিলেন! আমি কি সত্যিই এর যোগ্য? এই প্রশ্ন শুধু সেই রাত নয়, পরের দিন নয়, এখন পর্যন্ত আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে।’
এই বিভাগের আরও খবর
বেগম খালেদা জিয়াকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন স্ট্যাটাস
বেগম খালেদা জিয়াকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন স্ট্যাটাস
তাহসান-মিথিলা-রোজাকে নিয়ে যা বললেন অরুণা বিশ্বাস
তাহসান-মিথিলা-রোজাকে নিয়ে যা বললেন অরুণা বিশ্বাস
তাহসানের বিয়ের খবরে ছবি দিলেন মিথিলাও
তাহসানের বিয়ের খবরে ছবি দিলেন মিথিলাও
‘অল আয়েজ ওন থার্টিফার্স্ট ডিসেম্বর, নাউ ওর নেভার’: কি ঘটবে সেদিন
‘অল আয়েজ ওন থার্টিফার্স্ট ডিসেম্বর, নাউ ওর নেভার’: কি ঘটবে সেদিন
ফারুকীর ‘৮৪০’ দেখে যা বললেন পাকিস্তানের হাইকমিশনার
ফারুকীর ‘৮৪০’ দেখে যা বললেন পাকিস্তানের হাইকমিশনার
ভোররাতে মমতাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন ফখরুল
ভোররাতে মমতাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন ফখরুল
ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের
ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের
আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই’
আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই’
ফেসবুকে পোস্ট করে আলোচনার সৃষ্টি করলেন অপু বিশ্বাস
ফেসবুকে পোস্ট করে আলোচনার সৃষ্টি করলেন অপু বিশ্বাস
আমাদের শেষ দেখাও হলো না: পরীমণি
আমাদের শেষ দেখাও হলো না: পরীমণি
অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আসিফের দীর্ঘ পোস্ট
অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আসিফের দীর্ঘ পোস্ট
মুগ্ধকে নিয়ে গুজবের ব্যাপারে আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের
মুগ্ধকে নিয়ে গুজবের ব্যাপারে আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের