বাংলাখবর
ট্রাম্পের মামলার কেন্দ্রে থাকা কে এই পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
বাংলা খবর ডেস্ক : পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ২০০৬ সালে তাঁকে বলেছিলেন ‘ট্রেইলার পার্ক’ থেকে বের হতে চাইলে একমাত্র উপায় হচ্ছে তাঁর (ট্রাম্প) সঙ্গে যৌন সম্পর্ক করা। এর প্রায় দুই দশক পরে তিনি ট্রাম্পের বিপক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন সরকারি কৌঁসুলিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে। ওই মামলায় প্রথমবারের মতো সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প।
গত বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটানের ডিস্ট্রিক্ট আদালতের বিচারকেরা ৭৭ বছর বয়সী ট্রাম্পকে ব্যবসাসংক্রান্ত নথিতে মিথ্যা ঘোষণা দেওয়ার অভিযোগের এই মামলায় দোষী সাব্যস্ত করেন। এই মিথ্যা ঘোষণার বিষয়টি হলো, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প তাঁর সাবেক আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন এক দশক আগের ওই যৌন সম্পর্কে মুখ না খোলার জন্য। সেই তথ্য ট্রাম্প তাঁর ব্যবসায়িক নথিতে গোপন করেছেন।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প। তিনি স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক এবং সেটা চাপা দিতে তাঁকে ঘুষ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। ট্রাম্পের দাবি, এসব কিছু রাজ্যনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর পরবর্তী হোয়াইট হাউসে প্রবেশ ঠেকাতে বাইডেন প্রশাসন এসব কিছু করছে। এখন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
এই মামলায় সম্প্রতি আদালতে সাক্ষ্য দেন স্টর্মি ড্যানিয়েলস। এতে ট্রাম্পের সঙ্গে তাঁর কীভাবে দেখা হয়েছিল, সেটার বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি। ২০০৬ সালের গ্রীষ্মকালে ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী লেক টাহো–এর একটি হোটেলের পেন্টহাউসে ট্রাম্প ও ড্যানিয়েলসের মধ্যে প্রথম সাক্ষাৎ হয়। তখন সেখানে তারকাদের একটি গলফ টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন তাঁরা।
ম্যানহাটানের আদলতে ড্যানিয়েলস বলেন, দেখা হওয়ার পর ট্রাম্প তাঁকে নিজের হোটেল স্যুটে নৈশভোজে আমন্ত্রণ জানান। আলাপচারিতার ট্রাম্প তাঁকে নিজের রিয়েলিটি টেলিভিশন শো ‘দ্য অ্যাপ্রেনটিস’–এ অতিথি হওয়ার কথা বলেন। আলাপের একপর্যায়ে বাথরুমে যান ড্যানিয়েলস। বের হওয়ার পর ট্রাম্পকে বক্সার শর্টস পরে বিছানায় দেখতে পান তিনি।
স্টর্মি ড্যানিয়েলস বলেন, ‘তিনি (ট্রাম্প) বলেন...আমি মনে করি, তুমি যা চাও সেই ব্যাপারে তুমি সিরিয়াস। তুমি এই ট্রেইলার পার্ক (বিছানা) থেকে বের হতে চাইলে (তোমার সেটা করা ছাড়া উপায় নেই)।’
ড্যানিয়েলসের ভাষ্য, এরপর তিনি দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন। কীভাবে তিনি কাপড়হীন অবস্থায় বিছানায় যান, সেসবের কিছুই তিনি স্মরণ করতে পারেন না। তবে তাঁর দাবি, তিনি কোনো ধরনের মাদক নেননি বা মদ পান করেননি। তিনি এটাও জোর দিয়ে বলেন, ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক তিনি উপভোগ করেননি। কিন্তু তিনি তাঁকে থামানোর চেষ্টা করেননি।
সেরা ছাত্রীদের একজন থেকে পর্নো তারকা
স্টর্মি ড্যানিয়েলসের প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। আদালতে দেওয়া সাক্ষ্য থেকে জানা যায়, লুইজিয়ানা অঙ্গরাজ্যে মায়ের কাছেই তিনি বড় হয়েছেন। স্বল্প আয়েই মায়ের সংসারে তাঁর শৈশব কেটেছে।
ড্যানিয়েলস যখন হাইস্কুল শেষ করেন, সে সময় সবচেয়ে ভালো ফল করা ১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে ছিলেন তিনি। সম্পাদনা করেছেন স্কুলের সংবাদপত্র। টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয়ে পশুর ওষুধ নিয়ে পড়াশোনারও সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেখানে তাঁর পড়া হয়ে ওঠেনি।
স্টর্মি ড্যানিয়েলস বলেছেন, নিজের খরচ মেটাতে ১৭ বছর বয়সে সপ্তাহান্তে বিভিন্ন জায়গায় নাচতেন তিনি। পরবর্তী সময়ে তিনি নগ্ন মডেলিং ও পর্নো ছবিতে অভিনয় শুরু করেন। ড্যানিয়েলস বলেছেন, তিনি তাঁর সময়ে সবচেয়ে কম বয়সী পর্নো ছবির পরিচালকগুলোর একজন ছিলেন। অনেকগুলো পুরস্কারও পেয়েছিলেন। টেলিভিশন শোতে বিভিন্ন চরিত্রে এবং ‘দ্য ফোরটি-ইয়ার-ওল্ড ভার্জিন’ এবং ‘নকড আপ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।
ড্যানিয়েলস একটা সময় এই শিল্প ছেড়ে দেন। এই শিল্প ছাড়ার পরবর্তী সময়টাই তাঁর নিজের জীবনের সেরা সময় বলে জানান তিনি। এই সময় তিনি অনেকগুলো সফল ছবির স্ক্রিপ্ট লিখেছেন এবং পরিচালনা করেছেন। অবসরে ঘোড়া চড়ে সময় কাটাতেন। মেয়েকে বড় করেছেন।
তবে ওয়ালস্ট্রিট জার্নাল ২০১৮ সালে তাঁকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ড্যানিয়েলসের মতে, এরপর তাঁর জীবনে ‘বিশৃঙ্খলা’ শুরু হয়। এই প্রতিবেদন তাঁর ‘আড়াল সরিয়ে ফেলে’ বলে মন্তব্য করেন তিনি। এই প্রতিবেদনেই ট্রাম্পের সঙ্গে ড্যানিয়েলসের সাক্ষাতের বিষয়টি প্রথমবারের মতো জনসমক্ষে আসে।
ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, ড্যানিয়েলস ওয়ালস্ট্রিটের প্রতিবেদনটি থেকে লাভবান হয়েছেন। এটা তাঁর প্রচারের কাজ করেছে। ট্রাম্পের সঙ্গে ড্যানিয়েলসের সাক্ষাতের বিষয়টি বানানো। ওয়ালস্ট্রিটের ওই গল্পটিকে ড্যানিয়েলস অর্থ উপার্জনের উপায় হিসেবে ব্যবহার করেছেন।
এই বিভাগের আরও খবর
লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানল, সহযোগিতার জন্য পোশাক-জুতা ও হাতব্যাগ নিয়ে ছুটছেন অনেকে
লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানল, সহযোগিতার জন্য পোশাক-জুতা ও হাতব্যাগ নিয়ে ছুটছেন অন...
বুধবার বিদায়ী ভাষণ দেবেন বাইডেন
বুধবার বিদায়ী ভাষণ দেবেন বাইডেন
পর্নোতারকাকে ঘুষের মামলায় দণ্ড হিসেবে ‘শর্তহীন মুক্তি’ পেলেন ট্রাম্প
পর্নোতারকাকে ঘুষের মামলায় দণ্ড হিসেবে ‘শর্তহীন মুক্তি’ পেলেন ট্রাম্প
আগুনে ভস্মীভূত হলিউড হিলস
আগুনে ভস্মীভূত হলিউড হিলস
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫