বাংলাখবর

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৩, জাতিসংঘ প্রধানের নিন্দা

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই দিনে ইসরায়েলের মুহুর্মুহু হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। এসব হামলায় আহত হয়েছে আরও অন্তত ৬৪ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

এক প্রতিবেদনে এ খবর দিয়ে সংবাদ সংস্থা এসোসিয়েট প্রেস জানিয়েছে, মঙ্গলবারের পর বুধবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার জবাবে গাজা থেকেও ইসরায়েলে বিমান হামলা চালানো হয়েছে। এটিকে কয়েক মাসের মধ্যে দুই পক্ষের সবচেয়ে খারাপ সহিংসতা বলে উল্লেখ করা হয়েছে।

তেল আবিব এলাকা এবং ইসরায়েলের দক্ষিণে রকেট হামলার সতর্কবার্তা হিসেবে সাইরেন বাজছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বুধবার গভীর রাতে গাজা থেকে ৪০০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছেন।

দক্ষিণ ইসরায়েলি শহর অ্যাশকেলন এবং সেডেরোটে একটি বাড়ি এবং গাড়ি রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় একাধিক নতুন হামলার ঘোষণা দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হওয়ার একদিন পর আটজন নিহত হয়েছেন।

পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অব ফিলিস্তিন জানিয়েছে, বুধবার নিহতদের মধ্যে চারজনই তাদের সদস্য।

বুধবারের শেষ দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে, এখন পর্যন্ত কোনো ইসরায়েলি বেসামরিক আহত হয়নি।

নেতানিয়াহুর সর্বশেষ জোট চরম ডানপন্থী এবং অতি-অর্থোডক্স দলগুলো ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের পর থেকে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত বেড়েছে।

এর আগে একজন ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছিলেন যে মিশর যুদ্ধবিরতির চেষ্টা করছে। ইসলামিক জিহাদ এবং হামাসের ঘনিষ্ঠ গাজার সূত্রগুলো বিস্তারিত না জানালেও যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য মিশরীয় প্রচেষ্টার কথা স্বীকার করেছে।

বুধবার গভীর রাতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন পাবলিক ব্রডকাস্টার চ্যানেল ইলেভেনকে বলেন, ইসলামিক জিহাদ 'যুদ্ধবিরতির জন্য ভিক্ষা করছে'।

ইসলামিক জিহাদ মঙ্গলবার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং ইসরায়েল সীমান্তের কাছে তার বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রের কাছে থাকার জন্য সতর্ক করেছিল।

বুধবারের গুলি বিনিময়ের আগে গাজার সাধারণত ব্যস্ত দোকানগুলো বন্ধ ছিল। গাজার বাসিন্দা ৫০ বছর বয়সি মাদার আবদুল্লাহ বলেন, 'সবচেয়ে খারাপ কিছুর আশঙ্কা করা হচ্ছে।  সবাই উদ্বিগ্ন বোধ করছে এবং লোকেরা খুব বেশি রাস্তায় নেই। মনে হচ্ছে একটি যুদ্ধ আসছে।

তেল আবিবের বাসিন্দা ওডেলিয়া অ্যাব্রোমোভিচ বলেন যে, শহরে রকেটের আগুন ভয়ঙ্কর ছিল। তেল আবিবে আমি প্রথমবারের মতো সাইরেন শুনতে পাচ্ছি। এই অবস্থাতেই আমরা বাস করি।'

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গাজা উপত্যকায় শিশু ও নারীসহ বুধবার 'অগ্রহণযোগ্য' বেসামরিক মানুষের প্রাণহানির অবিলম্বে সমাপ্তির দাবি জানিয়েছেন। তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস গাজার সাম্প্রতিক ঘটনাবলী এবং আরও প্রাণহানির ঝুঁকি নিয়ে 'গভীর উদ্বেগের সাথে' অনুসরণ করছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত ও ৬৪ জন আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে।

এই বিভাগের আরও খবর

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে উল্লাস, ‘আনন্দের কোনো সীমা নেই’
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে উল্লাস, ‘আনন্দের কোনো সীমা নেই’

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাজুড়ে উল্লাস, ‘আনন্দের কোনো সীমা নেই’

ট্রাম্পের অভিষেক ঘিরে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের অভিষেক ঘিরে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ

ট্রাম্পের অভিষেক ঘিরে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ

বিধ্বস্ত গাজায় মুক্তির আশা, প্রহর গুণছেন ফিলিস্তিনিরা
বিধ্বস্ত গাজায় মুক্তির আশা, প্রহর গুণছেন ফিলিস্তিনিরা

বিধ্বস্ত গাজায় মুক্তির আশা, প্রহর গুণছেন ফিলিস্তিনিরা

যুক্তরাষ্ট্রের ওপর কানাডার ‘ট্রাম্প কর’ আরোপের হুমকি
যুক্তরাষ্ট্রের ওপর কানাডার ‘ট্রাম্প কর’ আরোপের হুমকি

যুক্তরাষ্ট্রের ওপর কানাডার ‘ট্রাম্প কর’ আরোপের হুমকি

প্রথম ধাপে মুক্তি পাবে ৭৩৭ ফিলিস্তিনি বন্দি
প্রথম ধাপে মুক্তি পাবে ৭৩৭ ফিলিস্তিনি বন্দি

প্রথম ধাপে মুক্তি পাবে ৭৩৭ ফিলিস্তিনি বন্দি

মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ
মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ

মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ

ট্রাম্পের শপথে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে, কারণ কী
ট্রাম্পের শপথে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে, কারণ কী

ট্রাম্পের শপথে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে, কারণ কী

‘বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র’
‘বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র’

‘বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র’

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ : টিউলিপকে ইলন মাস্ক
দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ : টিউলিপকে ইলন মাস্ক

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ : টিউলিপকে ইলন মাস্ক

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস
অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হামাস

টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক