বাংলাখবর
একাধিক কামড়, হোয়াইট হাউস থেকে বিদায় হলো বাইডেনের কুকুর
বাংলা খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর কমান্ডারকে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একাধিকবার কামড় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার খাতিরে কুকুরটিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত সপ্তাহে কমান্ডার একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড় দিয়েছিল, যার ঘটনাস্থলেই চিকিৎসার প্রয়োজন পড়ে। এ নিয়ে ১১ বার কুকুরটি এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
এর আগে হোয়াইট হাউস কমপ্লেক্সে বা ডেলাওয়্যারের পারিবারিক বাড়িতে একাধিকবার প্রহরীকে কামড় দিয়েছে কমান্ডার।
সর্বশেষ গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুকুরটির কামড়ের শিকার হন সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা। সিক্রেট সার্ভিস স্বীকার করেছে, এখন পর্যন্ত সংস্থার ১১ জন এজেন্টকে কামড় দিয়েছে কমান্ডার। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, এই সংখ্যা আরো বেশি হবে।
তা ছাড়া কুকুরটি হোয়াইট হাউসের অন্য কর্মীদেরও কামড় দিয়েছে।
বুধবার এক বিবৃতিতে লেডি জিল বাইডেনের যোগাযোগবিষয়ক পরিচালক এলিজাবেথ আলেক্সান্ডার বলেছেন, ‘যারা হোয়াইট হাউসে কাজ করেন এবং যারা প্রতিদিন তাদের সুরক্ষা করেন তাদের নিরাপত্তার বিষয়ে গভীরভাবে যত্নশীল রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি। কমান্ডারের বিষয়ে সকলে ধৈর্যের পরিচয় দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি।
এই মুহূর্তে কমান্ডার হোয়াইট হাউসে নেই। তাকে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে সম্পর্কিত পরিকল্পনা চলছে।’
ফার্স্ট লেডি জিল বাইডেনের একজন মুখপাত্র বলেছেন, দুই বছর বয়সী জার্মান শেফার্ডের কী হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এর আগে ২০২২ সালের ২৫ অক্টোবর ফার্স্ট লেডি জিল বাইডেন কমান্ডারকে নিয়ন্ত্রণে রাখতে অক্ষম হন এবং কুকুরটি একজন এজেন্টকে আক্রমণ করে বসে। প্রায় এক সপ্তাহ পরে অন্য একজন অফিসারকেও দুইবার কামড় দিয়েছে।
হামলার প্রত্যক্ষদর্শী একজন কর্মকর্তা বলেছেন, কুকুর থেকে নিজেদের রক্ষা করার জন্য তাদের একটি ‘স্টিলের কার্ট’ ব্যবহার করতে হয়েছিল।
কমান্ডার বাইডেন পরিবারের দুই জার্মান শেফার্ডের একটি। অপরটির নাম মেজর, যেটি ছোট এবং হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম উদ্ধারকারী কুকুর। সিক্রেট সার্ভিস এজেন্টদের কামড়ানোর জন্য সেটিকে আগেই হোয়াইট হাউস থেকে সরানো হয়েছে।
সূত্র : বিবিসি নিউজ
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন
শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন
একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট
একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট
পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব: ট্রাম্প
পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব: ট্রাম্প
দাবানল আরও ভয়াবহ হওয়ার শঙ্কা, হুমকিতে গোটা লস অ্যাঞ্জেলেস
দাবানল আরও ভয়াবহ হওয়ার শঙ্কা, হুমকিতে গোটা লস অ্যাঞ্জেলেস
বেড়েই চলেছে দাবানলের তীব্রতা
বেড়েই চলেছে দাবানলের তীব্রতা
ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ
ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পাশে দাঁড়াল কানাডা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬
লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনার চারটি সম্ভাব্য ফলাফল
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনার চারটি সম্ভাব্য ফলাফল
যুক্তরাষ্ট্রে পশ্চিমে দাবানল, দক্ষিণে তুষার
যুক্তরাষ্ট্রে পশ্চিমে দাবানল, দক্ষিণে তুষার
লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানল, সহযোগিতার জন্য পোশাক-জুতা ও হাতব্যাগ নিয়ে ছুটছেন অনেকে
লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানল, সহযোগিতার জন্য পোশাক-জুতা ও হাতব্যাগ নিয়ে ছুটছেন অন...