বাংলাখবর
ইসরায়েলকে সহায়তা নিয়ে নতুন করে চাপে বাইডেন
বাংলা খবর ডেস্ক : ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৮৮ ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করতে জোর আহ্বান জানিয়ে তাঁর কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তারা বলেন, গাজায় অব্যাহতভাবে ইসরায়েল মানবিক সহায়তা সীমিত করছে। খবর এক্সিওস অনলাইনের।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এ পদক্ষেপ নিলেন। এতে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপে পড়লেন বাইডেন।
ডেমোক্র্যাট আইনপ্রণেতা জেসন ক্রো ও ক্রিস ডেলুজিওর নেতৃত্বে প্রতিনিধি পরিষদের সদস্যরা জো বাইডেনকে গত ফেব্রুয়ারিতে সই করা একটি স্মারকলিপির কথা স্মরণ করিয়ে দেন। এতে গাজায় ইসরায়েলের মানবাধিকার রক্ষার নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এতে উল্লেখ ছিল, ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা সীমিত করা বা বাধা দিতে পারবে না। পরে মার্চে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওই চিঠিতে সই করেন।
আইনপ্রণেতারা বলছেন, তারা ইসরায়েলের প্রতিরক্ষার অধিকারকে জোর সমর্থন করেন। তবে যথেষ্ট প্রমাণ আছে, ইসরায়েল ফেডারেল আইন লঙ্ঘন করছে, যার ভিত্তিতে স্মারকলিপিটি সই হয়েছিল। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিসের তথ্য, কেবল অর্ধেক ভর্তি করে ত্রাণসামগ্রী নিয়েই গাজায় ট্রাক প্রবেশ করতে পারছে।
চিঠিতে সই করা ডেমোক্র্যাটদের মধ্যে অনেক উচ্চ পদস্থ ও বিখ্যাত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে প্রতিনিধি পরিষদের নিউ ডেমোক্র্যাট কোয়ালিশনের চেয়ারম্যান অ্যানি কুস্টার ও হাউস ইন্টেলিজেন্স কমিটির সদস্য জিম হিমসও আছেন। চিঠিতে গাজায় ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করার আহ্বান জানিয়ে বলা হয়, গাজায় একটি দুর্ভিক্ষ খোদ ইসরায়েলের স্বার্থের জন্যই ক্ষতিকর। এর আগে গত মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের ৫৭ ডেমোক্র্যাট সদস্য বাইডেনকে লেখা এক চিঠিতে ইসরায়েলকে অনুদান বন্ধ রাখতে বলেন।
তরুণ ডেমোক্র্যাট ভোটাররা প্রেসিডেন্ট বাইডেনকে সতর্ক করে বলেছেন, গাজা যুদ্ধ নিয়ে যদি তিনি দিক পরিবর্তন না করেন, তাহলে আগামী নির্বাচনে বিড়ম্বনার মুখে পড়তে পারেন। জেন-জেড ফর চেঞ্জ নামে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এলাইস জোশি বলেন, বাইডেন যদি মনে করেন গাজা ইস্যুটি এখন সবার মাথায় নেই, তাহলে তিনি নির্বাচনে হারতে যাচ্ছেন।
দ্য হিল অনলাইন লিখেছে, গাজায় সংঘাত তরুণ ভোটারদের মাথায় সবার আগেই রয়েছে। অনেক জরিপে জো বাইডেনের সমর্থন কমতে দেখা গেছে। গত মাসে হার্ভার্ড ইয়ুথ পুল ১৮ থেকে ২৯ বছরের ভোটারদের মধ্যে একটি জরিপ চালায়। এতে দেখা গেছে, বাইডেনের জনপ্রিয়তা ২০২০ সালের ৬০ শতাংশ থেকে নেমে ৪৫ শতাংশ হয়েছে।
এই বিভাগের আরও খবর
যুক্তরাষ্ট্রে পশ্চিমে দাবানল, দক্ষিণে তুষার
যুক্তরাষ্ট্রে পশ্চিমে দাবানল, দক্ষিণে তুষার
লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানল, সহযোগিতার জন্য পোশাক-জুতা ও হাতব্যাগ নিয়ে ছুটছেন অনেকে
লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানল, সহযোগিতার জন্য পোশাক-জুতা ও হাতব্যাগ নিয়ে ছুটছেন অন...
বুধবার বিদায়ী ভাষণ দেবেন বাইডেন
বুধবার বিদায়ী ভাষণ দেবেন বাইডেন
পর্নোতারকাকে ঘুষের মামলায় দণ্ড হিসেবে ‘শর্তহীন মুক্তি’ পেলেন ট্রাম্প
পর্নোতারকাকে ঘুষের মামলায় দণ্ড হিসেবে ‘শর্তহীন মুক্তি’ পেলেন ট্রাম্প
আগুনে ভস্মীভূত হলিউড হিলস
আগুনে ভস্মীভূত হলিউড হিলস
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
লস অ্যাঞ্জেলেসে ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ, ৫ জনের মৃত্যু
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের হুমকি, বৈঠকে ডেনমার্কের রাজা
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদা বাড়ানোর পরামর্শ ট্রাম্পের
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের অঙ্গরাজ্য বানাতে চাইলেন ট্রাম্প
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন
শেষ সময়ে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে দিলেন বাইডেন