বাংলাখবর
"অবৈধভাবে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান"- শেখ হাসিনা
বাংলা খবর ঢাকা : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ'লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, কারো কাছে মাথা নত করিনা না, কারো কাছে মাথা নত করব না।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
২০০১ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আমি গ্যাস বিক্রি করতে চাইনি বলে ষড়যন্ত্র করে আমাকে আসতে দেয়নি।
বাংলাদেশ আ'লীগের সভাপতি বলেন, ৭১-এ মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের সালাম জানাই। আপনাদের আত্মত্যাগে আমাদের দেশকে পেয়েছি। পাকিস্তান হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দেশ স্বাধীন হয়। ইয়াহিয়ার পতন হয়। ভুট্টু ক্ষমতায় আসে। আন্তর্জাতিক চাপে বাধ্য হয়েছিল বঙ্গবন্ধুকে মুক্তি দিতে।
‘তিনি দেশে ফিরে এক যুদ্ধ বিধ্বস্ত দেশ দেখেন। রাস্তা ঘাট নেই। সবই ভাঙা। এ দেশে যুদ্ধকালীন সময় ফসল হয়নি, গোলায় এক ফোটা ধান ছিল না। কারণ, পাকিস্তানিরা আগুন দিয়ে গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এক পয়সাও রিজার্ভ ছিল না। শূন্য হাতে ধ্বংস স্তূপে দাঁড়িয়ে একটার পর একটা গড়তে শুরু করেন জাতির পিতা। তিন বছর সাত মাসে জাতিসংঘে দেশকে স্বীকৃতি এনে দিয়েছেন তিনি,’ যোগ করেন শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে না। অবৈধভাবে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। দেশের বাইরে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছিল। ছয় বছর পর ১৯৮১ সালে দেশে ফিরে আসার সুযোগ পাই। সমস্ত দেশে ঘুরে বেড়াই। দেশের উন্নয়নে কাজ করার লক্ষ্যে এগিয়ে যাই।
আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই সরকার গঠন করে দেশ সেবার সুযোগ পেয়েছি। ২১ বছর পর সরকারে এসেছি। খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি। বিদ্যুৎ চাহিদা ৩০০ মেগাওয়াটে উন্নীত করি। মানুষের জীবনে স্বস্তি ফিরে আসে। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে। তারা ক্ষমতায় আসা মানে দুর্নীতি, জঙ্গিবাদ, লুটপাট আর দুঃশাসন। গ্যাস বিক্রি করতে দেইনি বলে আমাকে ক্ষমতায় আসতে দেয়নি। ২০০৮ সালে ফের ক্ষমতায় আসি। বিএনপি ১০১৪ সালে নির্বাচনে আসেনি। আর ২০১৮ সালে প্রার্থীর মনোনয়ন বাণিজ্য করে নিজে থেকে সরে যায় তারা। তবে আওয়ামী লীগ ১৫ বছর সরকারে আছে। দেশের উন্নয়ন করেছে।
শেখ হাসিনা আরও বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। ৮ হাজারের বেশি ডিজিটাল সেন্টার করেছি। প্রত্যেকের হাতে মোবাইল ফোন দিয়েছি। ব্রডব্যান্ড চালু করেছি। ওয়াইফাই এনে দিয়েছি। স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। ৬ লাখ ফ্রিল্যান্সার ঘরে বসে উপার্জন করতে পারে, সে ব্যবস্থা করে দিয়েছি। কোরোনায় আমি বসে থাকিনি অনলাইনে সভা করেছি।
৩৩ টি জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। ৮ লাখ ৪১ হাজারেরও বেশি পরিবার ঘর পেয়েছে। আমরাই বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি। স্বামী পরিত্যক্তা ও বিধবা ভাতা দিচ্ছি। সারাদেশে বিনামূল্যে বই দেয়ার ব্যবস্থা করেছি। প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছি।
ফরিদপুর জেলা আ'লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আ'লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও আ'লীগের সংসদ সদস্য পদপ্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, বাংলাদশ আ'লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কে,এম আজম খসরু, জেলা আ'লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস সহ আ'লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সভায়, বৃহওর জেলার আওয়ামী লীগের ঘরোনার সকলের উপস্থিতি এবং মাগুরার নৌকার মাঝি মোঃ সাকিব আল হাসান ও প্রধানমন্ত্রীর সভাস্থলে উপস্থিত ছিলেন। তবে সকলেই হতাশ হয়ে ফিরে গেলেন। ফরিদুপরবাসীসহ আশ পাশের এলাকার মানুষের ধারনা ছিল প্রধানমন্ত্রী এ জেলায় অন্ততপক্ষে একটি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিবেন। হতাশ হয়ে ঘরে ফিরল সবাই। অপরদিকে, প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে জেলা সদরের প্রায় ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যোকার প্রধান সড়ক লিংক সড়কের সমস্ত দোকানপাট সহ সকল খাবার হোটেল রেস্তোরাঁও বন্দ ছিল। সকাল ১১ টার পর থেকে সাড়ে চারটা পর্যন্ত ছিল জেলা সদরের সকল প্রকার যানবাহন বন্ধ থাকায় পথচারী হাসপাতালের রোগী ও স্বজনদের পোহাতে হয়েছে অবর্ননীয় দুর্ভোগ।
খোলা ছিল না পথে পথে বসা বহু কাঁচামাল ও ফল ফলাদির দোকাপাট। জেলা সদরের চিত্র ছিল অঘোষিত হরতালে মত। তবে জেলার আইনশৃঙ্খলা পরিবেশ অত্যান্ত শান্ত এবং সকল শ্রেণীর মানুষের মধ্যে ছিল আনন্দ ও উৎসাহ। জেলার কথাও কোন অশান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বৃহওর ফরিদপুরের তথা ৪টি আসনের নৌকার এমপি প্রার্থী ও হাজার হাজার নেতা/ কর্মী / সমর্থকদের উপস্থিতি ছিল জনাকীর্ণ অবস্হান। সাথে আলাদা আকর্ষন ছিল, মাগুরা -১ আসনের এমপি প্রার্থী মোঃ সাকিব আল হাসান।
এই বিভাগের আরও খবর
হাসিনার এপিএসের বিরুদ্ধে ১৫০ কোটি লেনদেনের অভিযোগ
হাসিনার এপিএসের বিরুদ্ধে ১৫০ কোটি লেনদেনের অভিযোগ
এইচএমপি ভাইরাস : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
এইচএমপি ভাইরাস : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
মাল্টার নাগরিকত্ব চেয়েছিলেন তারিক সিদ্দিকের স্ত্রী-কন্যা, দুর্নীতির অভিযোগে প্রত্যাখ্যান
মাল্টার নাগরিকত্ব চেয়েছিলেন তারিক সিদ্দিকের স্ত্রী-কন্যা, দুর্নীতির অভিযোগে প্রত...
ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন
ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদ...
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল
খালেদাকে লন্ডন নিতে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
খালেদাকে লন্ডন নিতে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বাংলাদেশকে প্রতিবছর ১০০ কোটি ডলার দেবে এডিবি
বাংলাদেশকে প্রতিবছর ১০০ কোটি ডলার দেবে এডিবি
ব্রিটিশ এমপি রূপাকে সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা
ব্রিটিশ এমপি রূপাকে সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা
টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আ.লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী
টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আ.লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ী
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন সেনাপ্রধান
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন সেনাপ্রধান