বাংলাখবর
২৫ আগস্টের মধ্যে ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ
বাংলা খবর ডেস্ক : আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার প্রচেষ্টার অভিযোগে এবার অভিযুক্ত করেছেন জর্জিয়ার একটি আদালত। আগামী ২৫ আগস্টের মধ্যে ট্রাম্পসহ ১৮ জনকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় অতিবাহিত হওয়ার পর ট্রাম্পসহ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তার বিরুদ্ধে আনা ১৩টি আনুষ্ঠানিক অভিযোগের মধ্যে রয়েছেÑ ভয়ভীতি দেখানোর বিরুদ্ধে জর্জিয়ার গুণ্ডামি-বিরোধী র্যাকেটিয়ারিং আইন লঙ্ঘন করা, সরকারি কর্মকর্তার শপথ লঙ্ঘন ও জালিয়াতির ষড়যন্ত্র।
আমেরিকার পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি যে হামলার ঘটনা ঘটেছিল, সেটি তদন্ত করতে গিয়ে ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। সংবাদসূত্র : বিবিসি
হোয়াইট হাউসের সাবেক স্টাফ প্রধান মার্ক মেডোস ও ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এবং মার্কিন বিচার বিভাগের সাবেক কর্মকর্তা জেফরি ক্লার্কসহ আরও ১৮ জনের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় নস্যাৎ করার প্রচেষ্টা অভিযোগে ট্রাম্প এরই মধ্যে ফেডারেল আইনে অভিযোগের মুখোমুখি হয়েছেন।
সর্বশেষ জর্জিয়ায় তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, আসন্ন নির্বাচনে তার বিজয় ঠেকানোর উদ্দেশ্যেই তাকে হয়রানি করা হচ্ছে। তার পক্ষে প্রচারণায় বলা হচ্ছে, আমেরিকা এখন ‘একটি মার্কসবাদী তৃতীয় বিশ্বের একনায়কত্বে’ পরিণত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমার কাছে কারচুপি বলে মনে হচ্ছে। কেন তারা আড়াই বছর আগে অভিযুক্ত করেনি? কারণ, তারা আমার রাজনৈতিক প্রচারের মাঝখানে এটি করতে চেয়েছিল। ডাইনি ধরা।’
জর্জিয়ার দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধ-বিরোধী আইন ‘র্যাকেটিয়ারিং ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অরগানাইজেশনস’ (রিকো) অ্যাক্টের অধীনে ১৮ জনের বিরুদ্ধে মোট ৪১ দফা অভিযোগ আনা হয়েছে। একটি ফোন কলের রেকর্ডিং ফাঁস হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্য পর্যায়ে তদন্ত শুরু হয়। ওই ফোন কলে ট্রাম্প জর্জিয়ার শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে ‘১১ হাজার ৭৮০টি ভোট খুঁজে বের করতে’ বলেছিলেন।
এই মামলার প্রধান সরকারি কৌঁসুলি জর্জিয়ার ফুলটন কাউন্টির অ্যাটর্নি জেনারেল ফ্যানি উইলিস জানিয়েছেন, ১৯ জন আসামিকে একসঙ্গে অভিযুক্ত করা হচ্ছে এবং তাদের আত্মসমর্পণের জন্য ২৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। উইলিস বলেন, ট্রাম্পের কথিত সহযোগীরা ‘প্রেসিডেন্ট পদে আরেকটি মেয়াদ কুক্ষিগত করার’ এক অবৈধ প্রচেষ্টায় অংশ নিয়েছিলেন।
১৯৭০ সালে পাস হওয়া কঠোর রিকো আইনটি প্রাথমিকভাবে আমেরিকার মাফিয়া গুণ্ডাচক্রের অপরাধ মোকাবিলার লক্ষ্যে তৈরি হয়েছিল। কিন্তু পরে বছরের পর বছর ধরে উচ্চ-পর্যায়ের অপরাধ এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতিসহ অন্যান্য অপরাধের বিচার করতে আইনটি ব্যবহৃত হয়ে আসছে। ট্রাম্পের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে একজন সরকারি কর্মকর্তাকে তার শপথ লঙ্ঘনের জন্য অনুরোধ করা, একজন সরকারি কর্মকর্তার ছদ্ম-পরিচয় ব্যবহারের ষড়যন্ত্র করা, জালিয়াতির ষড়যন্ত্র করা, মিথ্যা বিবৃতি দেওয়ার ষড়যন্ত্র করা এবং মিথ্যা দলিল তৈরি এবং জমা দেওয়ার ষড়যন্ত্র করা।
জর্জিয়ার আইন অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সাধারণত আনুষ্ঠানিকভাবে আদালতে পড়ে শোনানো হয়। সে ক্ষেত্রে ট্রাম্পকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে কিনা, তা এখনো পরিষ্কার নয়। তাকে আদালতে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে, তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। তবে তার আইনজীবী আদালতের কাছে এটি মওকুফ করার আবেদন জানাতে পারেন, যাতে উপস্থিত না থেকেই তিনি দোষ অস্বীকার করতে পারেন। এই মামলায় ট্রাম্পকে জামিন দেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্তও নেওয়া হবে আদালতে। বিচারের সময় আদালতে হাজির থাকা এবং অভিযোগের মুখোমুখি হওয়ার শর্তে আদালত তাকে জামিনে মুক্তি দিতে পারেন। ফুলটন কাউন্টির শেরিফ প্যাট ল্যাবট জানিয়েছেন, পুলিশি হেফাজতে নেওয়ার পর আসামি হিসেবে ট্রাম্পের ছবি তোলা হবে।
এই বিভাগের আরও খবর
প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প
প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প
কিউবার নাম ‘কালো তালিকা’ থেকে বাদ দিচ্ছেন বাইডেন
কিউবার নাম ‘কালো তালিকা’ থেকে বাদ দিচ্ছেন বাইডেন
বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন
শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন
একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট
একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট
পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব: ট্রাম্প
পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব: ট্রাম্প
দাবানল আরও ভয়াবহ হওয়ার শঙ্কা, হুমকিতে গোটা লস অ্যাঞ্জেলেস
দাবানল আরও ভয়াবহ হওয়ার শঙ্কা, হুমকিতে গোটা লস অ্যাঞ্জেলেস
বেড়েই চলেছে দাবানলের তীব্রতা
বেড়েই চলেছে দাবানলের তীব্রতা
ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ
ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পাশে দাঁড়াল কানাডা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬
লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনার চারটি সম্ভাব্য ফলাফল
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনার চারটি সম্ভাব্য ফলাফল