বাংলাখবর

সংস্কার মানে বইয়ের কয়েক লাইন পরিবর্তন নয়: তারেক রহমান

বাংলা খবর ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বিএনপি সব সময় সবার আগে সংস্কারের পক্ষে কথা বলেছে। তবে সেই সংস্কার মানে বইয়ের কয়েক লাইন পরিবর্তন নয়। যে সংস্কার দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনবে আমরা সেই সংস্কারের কথা বলছি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে স্মরণ সভায়  আয়োজন করা হয়।

সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেন, ‘বিএনপি ৩১ দফা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। অনেকেই সংস্কারের কথা বলছেন। প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলছি, এই সংস্কারের প্রস্তাব প্রথম দিয়েছে বিএনপি। এক বাক্যে সংস্কার বলতে সেটাই বুঝি, যে সংস্কার করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। যে সংস্কার করলে বেকার সমস্যার সমাধান হবে। যে সংস্কার করলে নারীদের স্বাধীনতার অধিকার নিশ্চিত হবে। যে সংস্কার করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। যে সংস্কার করলে দেশের সন্তানেরা শিক্ষা পাবে। যে সংস্কার করলে কিঞ্চিত হলেও দেশের মানুষ স্বাস্থ্যসেবা পাবে। আমি সেই বিষয়গুলোকেই সংস্কার বলছি।’

বিকেল ৩টায় স্মরণসভা শুরুর কথা থাকলেও আগেই কানায় কানায় পূর্ণ হয় যশোর টাউন হল ময়দান। প্রয়াত নেতা তরিকুল ইসলামের প্রতি ভালবাসা জানাতে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনতে আসা মানুষের ঢল পৌঁছায় আশপাশের সড়কেও। দুপুর ১২টা থেকেই বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মী মিছিল নিয়ে স্মরণসভা স্থলে আসতে থাকেন। স্বরণসভা পরিণত হয় জনসভায়। মিছিল স্লোগানে জনসমুদ্রে রূপ নেয় পুরো শহর। সেই জনস্রোতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত তরিকুল ইসলামের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, তরিকুল ইসলাম যতদিন বেঁচে ছিলেন মানুষের অধিকার নিশ্চিতের লড়াই করে গেছেন। এ দেশের মানুষের শিক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করেছেন তিনি। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে পাশে দাঁড়িয়েছেন। বিএনপি অন্যমাত্রায় তরিকুল ইসলামকে স্মরণ করে। বিশেষ করে ২০১৩-২০২৪ সালের আন্দোলনে তরিকুল ইসলামের অসাধারণ সাংগঠনিক দক্ষতা ফুটে ওঠে। তৃণমূলের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। তিনি কখনও তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। তার শূন্যতা আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করি।

স্মরণ সভায় আরও লক্ষণীয় দিক ছিল, দলীয় এই আয়োজনে যশোরের সর্বস্তরের সাধারণ মানুষ। দলীয় পদপদবিধারীরা ছাড়াও প্রয়াত তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। বলা যায়, দলীয় স্মরণসভা রূপ নেয় নাগরিক সভাতে। বিকেল ৪টায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মঞ্চে উপস্থিত দলীয় নেতা ও নাগরিক প্রতিনিধিদের বক্তব্য শোনেন তারেক রহমান।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাহী কমিটির সদস্য সদস্য আবুল হোসেন আজাদ, খুলনা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

এদিকে, দীর্ঘদিন পর বড় সমাবেশ ঘটিয়ে গোটা জেলায় নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। যশোরের সব খাতের উন্নয়নে যার হাতের ছোঁয়া লেগেছে; সেই নেতার স্মরণসভায় যোগ দিতে পেরে উৎফুল্ল জনসাধারণ। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা দ্রুত দেশ সংস্কার করে একটি নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করার।

 

এই বিভাগের আরও খবর

বিমানবন্দরের পথে খালেদা জিয়া, রাস্তায় নেতাকর্মীদের ঢল
বিমানবন্দরের পথে খালেদা জিয়া, রাস্তায় নেতাকর্মীদের ঢল

বিমানবন্দরের পথে খালেদা জিয়া, রাস্তায় নেতাকর্মীদের ঢল

লন্ডনে খালেদা জিয়াকে দেওয়া হবে ভিআইপি প্রটোকল
লন্ডনে খালেদা জিয়াকে দেওয়া হবে ভিআইপি প্রটোকল

লন্ডনে খালেদা জিয়াকে দেওয়া হবে ভিআইপি প্রটোকল

দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা-ছেলের
দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা-ছেলের

দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা-ছেলের

ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল
ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল

গত ১৫ বছরে আওয়ামী লীগ ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল
গত ১৫ বছরে আওয়ামী লীগ ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল

গত ১৫ বছরে আওয়ামী লীগ ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল

‘গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন’
‘গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন’

‘গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন’

৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটি রাজনৈতিক দল: রিজভী
৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটি রাজনৈতিক দল: রিজভী

৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটি রাজনৈতিক দল: রিজভী

খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই
খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই

খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই

সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী
সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী

সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী

সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়: ফখরুল
সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়: ফখরুল

সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়: ফখরুল

৭৫ বছরে সবচেয়ে বড় সংকটে আওয়ামী লীগ
৭৫ বছরে সবচেয়ে বড় সংকটে আওয়ামী লীগ

৭৫ বছরে সবচেয়ে বড় সংকটে আওয়ামী লীগ

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি