বাংলাখবর
যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় পুলিশ সদস্যসহ নিহত হন যে ৫ নাগরিক
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের ছয় অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে গত কয়েক দিনে পুলিশ সদস্যসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ৪১ জন। দেশটির ইলিনয়স, ওয়াশিংটন, পেনসিলভানিয়া, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মেরিল্যান্ড ও মিজৌরিতে এসব ঘটনা ঘটে। খবর সিএনএন।
মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে রোববার উঠতি বয়সীদের পার্টিতে বন্দুকধারীর গুলিতে এক কিশোর (১৭) নিহত হয়। রাত ১টার দিকে সেখানে গুলির ঘটনা ঘটে। এতে অন্তত ৯ জন আহত হয় যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইলিনয়সের শিকাগো থেকে ২০ মাইল দূরে উইলব্রুকে একটা অনুষ্ঠানে যোগ দিতে কয়েক শ মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে গুলিতে ২৩ জন আহত হয়। একজনের অবস্থা গুরুতর।
এদিকে শনিবার রাতে ওয়াশিংটন স্টেট ক্যাম্প গ্রাউন্ডে কনসার্টে গুলি চালায় এক বন্দুকধারী। এতে দু’জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দু’জন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী আহত হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর সারা রাত কনসার্ট চললেও রোববার তা বাতিল করা হয়।
পেনসিলভানিয়াতে শনিবার সকালে পুলিশের ব্যারাকে বন্দুকধারীর হামলায় এক পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরেক পুলিশ সদস্য। রোববার পুলিশ জানিয়েছে, বন্দুকধারী রাইফেল থেকে গুলি চালায়। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন বন্দুকধারী।
এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শনিবার একটি পুল পার্টিতে বন্দুক হামলায় ৯ জন আহত হয়েছে। তাদের বয়স ১৬ থেকে ২৪ এর মধ্যে। তাদের মধ্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় একটি গাড়িকে দেয়ালে ধাক্কা দিতে দেখতে পায়। গাড়িটির চালক গুলিবিদ্ধ ছিলেন।
বাল্টিমোরে শুক্রবার রাতে বন্দুক হামলায় ছয়জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের শরীরে একাধিক গুলি দেখতে পেয়েছে। আহত অপর তিনজন নিজেরাই রাস্তা পার হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। আহতদের বয়স ১৭ থেকে ২৪ এর মধ্যে।
প্রসঙ্গত, কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়েছে। স্কুলে, শপিং মলে, স্কুলের অনুষ্ঠানে গুলি চলছে। হামলাকারীদের মধ্যে অধিকাংশই কিশোর, তরুণ ও যুবক। এরপরও দেশটিতে অস্ত্র আইন কড়াকড়ি করা হচ্ছে না। রিপাবলিকান পার্টির নেতারা এর বিরোধিতা করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, আগে যেখানে কিশোর বা যুবকদের ঝগড়া হলে ঘুষি মারা হতো, এখন সেখানে গুলি চলছে।
এই বিভাগের আরও খবর
ট্রাম্পের অভিষেক ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ওয়াশিংটন
ট্রাম্পের অভিষেক ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ওয়াশিংটন
প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প
প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প
কিউবার নাম ‘কালো তালিকা’ থেকে বাদ দিচ্ছেন বাইডেন
কিউবার নাম ‘কালো তালিকা’ থেকে বাদ দিচ্ছেন বাইডেন
বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন
শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন
একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট
একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট
পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব: ট্রাম্প
পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব: ট্রাম্প
দাবানল আরও ভয়াবহ হওয়ার শঙ্কা, হুমকিতে গোটা লস অ্যাঞ্জেলেস
দাবানল আরও ভয়াবহ হওয়ার শঙ্কা, হুমকিতে গোটা লস অ্যাঞ্জেলেস
বেড়েই চলেছে দাবানলের তীব্রতা
বেড়েই চলেছে দাবানলের তীব্রতা
ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ
ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পাশে দাঁড়াল কানাডা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬
লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬