বাংলাখবর
যুক্তরাষ্ট্রে ঈদের দিন মুসলিম নারীকে হেনস্থা, যুবক অভিযুক্ত
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রে ঈদুল আজহার নামাজের পরে এক মুসলিম আইনপ্রণেতাকে হেনস্থা ও চুম্বনের চেষ্টা করে এক যুবক। কানেকটিকাটের এই ঘটনার পর ওই যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিনিধিকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।
গত বছর কানেকটিকারের প্রতিনিধি পরিষদে প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হয়েছিলেন মরিয়ম খান। ঈদুল আজহার দিনে (২৮ জুন, বুধবার) হার্টফোর্ড শহরের কেন্দ্রস্থলে ঈদের নামাজ শেষে তিনি ফিরে যাচ্ছিলেন। তখন ৩০ বছর বয়সি আন্দ্রে ডেসমন্ড তার কাছে গিয়ে অশ্লীল মন্তব্য করে এবং চুম্বন করার চেষ্টা করে। তারপর মরিয়মকে আঘাত করে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়।
পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় মরিয়ম খান সামান্য আহত হন এবং ঘটনাস্থলে চিকিৎসা নিয়েছেন।
কানেকটিকাটের নিউ ব্রিটেনের ঘটনায় ডেসমন্ডকে সঙ্গে সঙ্গে আটক করেন সেখানে থাকা বেসামরিক ব্যক্তিরা। পরে তাকে পুলিশ গ্রেফতা করে এবং তৃতীয়-ডিগ্রি হামলা, বেআইনি সংযম, শান্তি ভঙ্গ এবং পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়।
ডেসমন্ডকে আড়াই লাখ ডলারের বন্ডে রাখা হয়েছে এবং ১৭ জুলাই তাকে আবার আদালতে হাজির করা হবে।
তবে ডেসমন্ড আগে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা নিয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। তবে এ বিষয়ে আর বিস্তারিত মন্তব্য করেননি তিনি।
এই ঘটনায় আদালত বলেছে যে, এই মর্মান্তিক ঘটনাটি প্রতিনিধি মরিয়ম খান এবং তার পরিবারের জন্য চ্যালেঞ্জিং ছিল। তিনি বর্তমানে চিকিৎসা সেবা গ্রহণের দিকে মনোনিবেশ করছেন এবং তার প্রিয়জনদের কাছে রয়েছেন।
কানেকটিকাটের মুসলিম নাগরিক অধিকারের নেতারা হতাশা প্রকাশ করেছেন এবং ডেসমন্ডের ঘটনাকে গভীরভাবে দেখার আহ্বান জানিয়েছেন।
কানেকটিকাটের ঘৃণামূলক অপরাধের অপরাধ সংবিধিতে তাদের অনুভূত জাতি, ধর্ম, জাতিগততা, অক্ষমতা, লিঙ্গ, যৌন অভিমুখিতা বা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কাউকে হুমকি দেওয়া, হয়রানি করা বা ক্ষতি করা অন্তর্ভুক্ত।
আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কানেকটিকাট কাউন্সিলের চেয়ারম্যান ফারহান মেমন বলেন, আমরা আশা করি যে- এটিকে কেবল আক্রমণ হিসাবে বিবেচনা করার পরিবর্তে রাষ্ট্র আসলে পক্ষপাতিত্বের অভিযোগ আনবে।
মেমন বলেন, সেদিন ঈদের নামাজে সমবেত হয়েছিলেন ৪ হাজার মুসলিম। কিন্তু নিরাপত্তার জন্য পুলিশ ছিলেন মাত্র দুই জন। এটি আরও বেশি হওয়া উচিত ছিল।
তিনি বলেন, একটি সংগঠন হিসেবে আমরা খুব দৃঢ়ভাবে অনুভব করি যে, এই আকারের একটি ঘটনাকে কেন্দ্র করে অপর্যাপ্ত পুলিশ সুরক্ষা ছিল। যখন এই ঘটনা ঘটছিল তখন পুলিশদের কোথাও খুঁজে পাওয়া যায়নি।"
তবে হার্টফোর্ড পুলিশ লেফটেন্যান্ট অ্যারন বোইসভার্ট বলেছেন যে, নামাজ শেষ হওয়ার প্রায় এক ঘন্টা পরে হামলাটি ঘটেছিল এবং ততক্ষণে অফিসারদের স্থানান্তর করা হয়েছিল।
মেমন বলেন, কানেকটিকাটের মুসলিম সম্প্রদায় এই ঘটনায় আতঙ্কিত।
সূত্র: এনবিসি নিউজ
এই বিভাগের আরও খবর
ট্রাম্পের অভিষেক ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ওয়াশিংটন
ট্রাম্পের অভিষেক ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ওয়াশিংটন
প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প
প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প
কিউবার নাম ‘কালো তালিকা’ থেকে বাদ দিচ্ছেন বাইডেন
কিউবার নাম ‘কালো তালিকা’ থেকে বাদ দিচ্ছেন বাইডেন
বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন
শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন
একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট
একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট
পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব: ট্রাম্প
পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব: ট্রাম্প
দাবানল আরও ভয়াবহ হওয়ার শঙ্কা, হুমকিতে গোটা লস অ্যাঞ্জেলেস
দাবানল আরও ভয়াবহ হওয়ার শঙ্কা, হুমকিতে গোটা লস অ্যাঞ্জেলেস
বেড়েই চলেছে দাবানলের তীব্রতা
বেড়েই চলেছে দাবানলের তীব্রতা
ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ
ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পাশে দাঁড়াল কানাডা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬
লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬