বাংলাখবর
বৃহস্পতিবার এইচএসসিতে বসছে ৮ বোর্ডের পরীক্ষার্থীরা
বাংলা খবর ঢাকা : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা। বন্যার কারণে কারিগরি, মাদ্রাসা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বোর্ডে পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট থেকে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। গত বছরের তুলনামূলক হিসেবে এবার ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সারা দেশে ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেবে। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।
২০২২ সালে সব বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন এবং ছাত্রী ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন। মোট কেন্দ্র এক হাজার ৫৩৫ এবং মোট প্রতিষ্ঠান ৪ হাজার ৬৪৭টি।
আগামীকাল রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান। তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় মন্ত্রী তেজগাঁও কলেজে যাবেন।
৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখে প্রবেশ করতে দিতে হবে। তবে তার এই দিনের দেরিতে প্রবেশের কারণ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। তবে তা সাড়ে ১০টার বেশি হবে না।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন (তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন)। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি (যেমন: পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ব্যতীত) ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা পাবেন অতিরিক্ত ২০ মিনিট
বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেবিব্রালপালসি) পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সহশিক্ষক, অভিভাবকদের সাহায্য নিতে পারবেন।
ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে এবার পরীক্ষা হওয়ায় ডেঙ্গু মোকাবিলায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদেশে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুদাবী, দুবাই, বাহরাইন, সাহাম, ওমানসহ মোট ৮টি কেন্দ্রে ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
৪৩ দিন বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার
এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ১৪ আগস্ট থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। যা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট হতে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর হতে শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হবে।
এই বিভাগের আরও খবর
২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
২০২৬ সালের এসএসসির সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত
৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত
আগের নিয়মে ফিরছে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা
আগের নিয়মে ফিরছে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা
১৫ বছর পর দেশেই ছাপা হবে সব পাঠ্যবই
১৫ বছর পর দেশেই ছাপা হবে সব পাঠ্যবই
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি
পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে শেখ হাসিনার ছবি
পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে শেখ হাসিনার ছবি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মাননা প্রত্যাখ্যান করলেন নাহিদ ইসলাম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মাননা প্রত্যাখ্যান করলেন নাহিদ ইসলাম
টাইমসের সেরা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশ, তালিকায় আছে বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয়
টাইমসের সেরা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশ, তালিকায় আছে বাংলাদেশের যেসব বিশ্বব...
রাকসু নির্বাচন কবে, জানালেন উপাচার্য
রাকসু নির্বাচন কবে, জানালেন উপাচার্য
তিন মাস পর ঢাবিতে আজ থেকে ক্লাস শুরু
তিন মাস পর ঢাবিতে আজ থেকে ক্লাস শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত
দেশের শিক্ষাব্যবস্থায় সংস্কার চায় জাতিসংঘের ৩ প্রতিষ্ঠান
দেশের শিক্ষাব্যবস্থায় সংস্কার চায় জাতিসংঘের ৩ প্রতিষ্ঠান