বাংলাখবর
নিউইয়র্কে গৃহহীন লক্ষাধিক মানুষ, নেই খাবারও
বাংলা খবর ডেস্ক : আশ্রয়ের খোঁজে হন্য হয়ে ঘুরছেন বহু মানুষ । তাদের সঙ্গে রয়েছে বহু শিশুও। পরিবারের সঙ্গে পথেঘাটে না খেয়ে, না ঘুমিয়ে দিনযাপন করছে তারাও। এই দৃশ্য কোনও আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশের নয়। অর্থ, বৈভব, প্রযুক্তি সবদিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের।শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরেই গৃহহীনের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। ক্রমেই বেড়ে চলছে শরণার্থীর সংখ্যা। সকলেই মাথা গোজার ঠাঁই ও দু’মুঠো খাবারের আশায় ভিড় করছেন এই শহরে।
যেখানে বৈভব ও প্রাচুর্যের কোনও অভাব নেই। সেই দেশই আশ্রয়হীনদের আশ্রয় দিতে ব্যর্থ। গৃহহীনদের জন্য তৈরি শিবিরেও জায়গা নেই।
খবরে বলা হয়েছে, ২০২২ সাল থেকে প্রচুর সংখ্যায় মানুষ নিউইয়র্কে এসেছেন। ইতোমধ্যে একশো কোটি ডলারেরও বেশি অর্থ খরচ করে ফেলেছে শহরের প্রশাসন। অনুমান করা হচ্ছে আগামী বছরের মধ্যে আরও প্রায় চারশো কোটি ডলার খরচ হবে।
২০২২-এর মার্চ ও নভেম্বর মাসের মধ্যে যত জন মানুষ এসেছেন তাদের মধ্যে মাত্র তিনজন স্থায়ী বাসস্থান পেয়েছেন। ৯৫ শতাংশ মানুষ এখনও আশ্রয়হীন। নিউইয়র্কের মতোই অবস্থা লস অ্যাঞ্জেলসেরও। সেখানকার পরিসংখ্যানও যথেষ্ট উদ্বেগের।
এই শরণার্থী কিংবা গৃহহীনদের ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। ভবিষ্যৎ অন্ধকার আশ্রয়ের খোঁজে আসা হাজার হাজার শিশুরও। কিন্তু এই পরিস্থিতি কত দিন চলবে তার কোনও উত্তর নেই প্রশাসনের কাছে।
মার্কিন সরকার কার্যত হিমশিম খাচ্ছে শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করতে। সমালোচকরা বলছেন, এই সরকারই কোটি কোটি টাকা খরচ করছে অন্য দেশকে যুদ্ধে সাহায্য করতে।
নিউইয়র্কের ডেপুটি মেয়র অ্যান উইলিয়ামস-ইসম সংকটের বিষয়ে হতাশ। তিনি বলেন, ;যদি এ বিষয়ে জাতীয় সমন্বয় থাকত, তাহলে নিউইয়র্ক সিটির উপর বোঝা এতটা বেশি হত না।'
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, 'আমরা এখনও এই তরঙ্গের মধ্যে আছি। অবস্থা আরও প্রকট হতে যাচ্ছে। আমার হৃদয় ভেঙ্গে যায় যখন দেখি বাচ্চারা আগমন কেন্দ্রে আসছে, সেখানে বসে আছে এবং ক্লান্ত হয়ে ভাবছে ও আশা করছে যে- আমাদের কাছে তাদের জন্য যথেষ্ট জায়গা আছে।'
এই বিভাগের আরও খবর
ট্রাম্পের অভিষেক ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ওয়াশিংটন
ট্রাম্পের অভিষেক ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ওয়াশিংটন
প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প
প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প
কিউবার নাম ‘কালো তালিকা’ থেকে বাদ দিচ্ছেন বাইডেন
কিউবার নাম ‘কালো তালিকা’ থেকে বাদ দিচ্ছেন বাইডেন
বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন
শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন
একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট
একদিকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে চলছে লুটপাট
পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব: ট্রাম্প
পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করব: ট্রাম্প
দাবানল আরও ভয়াবহ হওয়ার শঙ্কা, হুমকিতে গোটা লস অ্যাঞ্জেলেস
দাবানল আরও ভয়াবহ হওয়ার শঙ্কা, হুমকিতে গোটা লস অ্যাঞ্জেলেস
বেড়েই চলেছে দাবানলের তীব্রতা
বেড়েই চলেছে দাবানলের তীব্রতা
ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ
ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পাশে দাঁড়াল কানাডা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬
লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬