বাংলাখবর
খালেদা জিয়ার বিদেশ সফর পেছানো নিয়ে নানা গুঞ্জন!
বাংলা খবর, ঢাকা : অনেক দিন ধরে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি দল ও পরিবার। আওয়ামী লীগ সরকার কোনোভাবেই তাকে বিদেশে যেতে দিচ্ছিল না। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ায় খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পথ সুগম হয়। এই সরকারের আপত্তি না থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নেওয়ার সার্বিক প্রস্তুতি চলছিল।
‘চিকিৎসার জন্য খালেদা জিয়া ৮ নভেম্বর লন্ডনে যাবেন’ এমন খবরও ফলাও করে প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় সবধরনের সহযোগিতার কথা। সফরের প্রস্তুতিও শুরু হয় পুরোদমে। কিন্তু হঠাৎ করে থমকে যায় তার বিদেশযাত্রার প্রস্তুতি। বিএনপিপ্রধানের বিদেশযাত্রা বিলম্ব হওয়ার খবর চাউড় হতেই শুরু হয়েছে নানা গুঞ্জন।
কারা কারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য যাবেন সেই তালিকা অনুযায়ী সবার ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকার পরও হঠাৎ কেন খালেদা জিয়ার বিদেশযাত্রা এখনই হচ্ছে না, তা নিয়ে রাজনীতির ভেতরে-বাইরে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও বিএনপির যুক্তরাজ্য শাখার নেতারা দাবি করেছেন, শারীরিক কারণে বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়া পিছিয়ে যাচ্ছে।
তবে রাজনৈতিক সূত্র বলছে ভিন্ন কথা। দেশে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু নিয়ে আলোচনার মধ্যে অন্তর্বতীকালীন সরকারকে আইনি কাঠামোর মধ্যে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এখনো দেশে ফিরেননি। এরমধ্যে বিএনপিপ্রধান দেশের বাইরে গেলে দেশে কোনো ধরনের রাজনৈতিক 'গেম' হতে পারে বলে আশঙ্কা আছে। খালেদা জিয়ার বিদেশ সফর পেছানোর জন্য এই কারণও সামনে টানছেন কেউ কেউ।
খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে যেতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। যুক্তরাজ্যের ভিসা পেলেও যুক্তরাষ্ট্রের ভিসাসংক্রান্ত কিছু সমস্যা তৈরি হয়েছে, এমন গুঞ্জনও আছে। অবশ্য বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
তবে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, '৮ তারিখ যে ম্যাডাম খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন আমরা তো এমনটা কখনো বলিনি।’ তাহলে কীভাবে ছড়ালো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটা হয়তো আপনারা (সাংবাদিকরা) ছড়িয়েছেন।’
অন্যদিকে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পরও তার শারীরিক অবস্থার কারণেই চিকিৎসকদের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পুরো পরিবার।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের উচ্চ পর্যায়ের বরাত দিয়ে ৮ নভেম্বর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বলে সংবাদ প্রকাশিত হয়। প্রথমে তাকে লন্ডনে নেওয়া হলেও সেখানে স্টেওভারের পর মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টার যে দেশে রয়েছে, সেখানে নেওয়া হবে বলে জানিয়েছিলেন তার চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
যুক্তরাষ্ট্র অথবা জার্মানিতে এমন মেডিকেল সেন্টার রয়েছে বলেও তিনি জানিয়েছিলেন। দলের অন্য নেতারাও বলেছিলেন তিনি ৮ নভেম্বর লন্ডনে যাবেন।
জানা যায়, ৮ নভেম্বর খালেদা জিয়া লন্ডন যাবেন এমনটি ধরেই বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে ঠিক করা হয়েছিল। এছাড়া তার চিকিৎসার কাজে সহযোগিতার জন্য মেডিকেল বোর্ডের সাত চিকিৎসক এবং নার্স, সহকারী ও স্বজনসহ ১৬ জনের ভিসা করা হয়েছিল। যারা খালেদা জিয়ার সঙ্গে যাওয়ার কথা ছিল তাদের মধ্যে রয়েছেন চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. শামসুল আরেফিন, ডা. নূর উদ্দিন, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক, ডা. জাফর ও ডা. আল মামুন। এছাড়া তিনজন নার্স। আরও যাওয়ার কথা ছিল প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি, দীর্ঘদিনের বিশ্বস্ত গৃহকর্মী ফাতেমা ও রূপার।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে দীর্ঘ দিন চিকিৎসা নিতে হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে হঠাৎ খবর চাউর হয়- বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রা পিছিয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রা দেরি হবে। আগামী সপ্তাহেও হতে পারে কিংবা আরও পরে। তবে তিনি আগের চেয়ে সুস্থ আছেন। বাসায় ওনার চিকিৎসা চলবে।’
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'ম্যাডাম আগামীকাল যাচ্ছেন না এটাই তো জানি। কিন্তু কবে যাবেন সে সম্পর্কে আপাতত কোনো তথ্য নেই।'
এই বিভাগের আরও খবর
বিমানবন্দরের পথে খালেদা জিয়া, রাস্তায় নেতাকর্মীদের ঢল
বিমানবন্দরের পথে খালেদা জিয়া, রাস্তায় নেতাকর্মীদের ঢল
লন্ডনে খালেদা জিয়াকে দেওয়া হবে ভিআইপি প্রটোকল
লন্ডনে খালেদা জিয়াকে দেওয়া হবে ভিআইপি প্রটোকল
দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা-ছেলের
দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা-ছেলের
ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল
ছাত্রদের উদ্দেশে যা বললেন মির্জা ফখরুল
গত ১৫ বছরে আওয়ামী লীগ ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল
গত ১৫ বছরে আওয়ামী লীগ ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল
‘গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন’
‘গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন’
৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটি রাজনৈতিক দল: রিজভী
৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটি রাজনৈতিক দল: রিজভী
খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই
খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই
সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী
সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে: রিজভী
সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়: ফখরুল
সচিবালয়ে অগ্নিকাণ্ডে সরকারের বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়: ফখরুল
৭৫ বছরে সবচেয়ে বড় সংকটে আওয়ামী লীগ
৭৫ বছরে সবচেয়ে বড় সংকটে আওয়ামী লীগ
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি