বাংলাখবর

কোভিড মহামারির পর বক্স অফিসে এগিয়ে যেসব বলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক : অন্যান্য ইন্ডাস্ট্রির মতো করোনাভাইরাস মহামারি ধস নামিয়েছিল বলিউডের বাজারেও। গুটিকয়েক ব্যতিক্রম বাদ দিলে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের শেষভাগ পর্যন্ত বলিউডের কোনো সিনেমাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। অনেক সিনেমা মুক্তির দিনক্ষণ আগে থেকে নির্ধারিত থাকলেও কোভিডের প্রকোপে সেই তারিখ পিছিয়ে যায়। আবার দেরি করতে নারাজ থাকায় অনেক সিনেমা ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়া হয়েছে।

সব মিলিয়ে মহামারির প্রকোপে বলিউডের সিনেমার বক্স অফিসের আয় থেমে গেছিল। প্রেক্ষাগৃহে পুনরায় সিনেমা মুক্তি শুরু হওয়ার বছর দেড়েক পরেও যে বাজার খুব ভালো, তাও বলা যাবে না। মহামারির প্রকোপ কাটিয়ে এখনও বলিউডের বক্স অফিস পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে আগের অবস্থানে আসতে পারেনি। অসংখ্য সিনেমার ভীড়ে হাতে গোনা কিছু ছবি সাফল্য পেয়েছে। এমনকি অনেক বড় তারকার ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

তবুও বক্স অফিস সফলতার খরার মধ্যে অনেক তারকাই ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। করোনাভাইরাস মহামারির পরবর্তী বক্স অফিস সাফল্য আর সিনেমার আয়ের ভিত্তিতে কোন অভিনেতারা এগিয়ে, তা নিয়ে একটি তালিকা তৈরি করেছিল বলিউড হাঙ্গামা। চলুন তাহলে সেই তালিকা দেখে নেওয়া যাক-

শাহরুখ খান
কোভিড পরিস্থিতির আগে দীর্ঘদিন ধরে শাহরুখ খানের অনেক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। পুরোনো দাপট ফিরে পেতে বড় পর্দা থেকে দীর্ঘ চার বছরের বিরতি নিয়েছিলেন কিং খান। শেষ পর্যন্ত  “পাঠান” সিনেমা দিয়ে বলিউড বাদশাহ আবারও রুপালি পর্দায় ফিরেছেন। মহামারি পরবর্তী সময়ে শাহরুখের এই একটি সিনেমাই মুক্তি পেয়েছে।

“পাঠান” সিনেমাটি শুধু শাহরুখের বক্স অফিস রাজত্বই ফেরায়নি, বলিউডের সিনেমার বিগত অধিকাংশ রেকর্ড এলোমেলো করে বলিউডের ইতিহাসই পাল্টে দিয়েছে। গত ২৫ জানুয়ারি মুক্তির পর সিনেমাটি শুধু ভারত থেকেই ৫৪৩ কোটি রুপি আয় করেছে। অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রের অভাবনীয় সাফল্যে এ বছরে শাহরুখের বাকি দুই সিনেমা “জাওয়ান” এবং “ডাংকি” নিয়েও আগ্রহ বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

রণবীর কাপুর
শাহরুখের মতো রণবীর কাপুরও বড় পর্দা থেকে চার বছর দূরে ছিলেন। যদিও কিং খানের মতো ব্যর্থতাকে সঙ্গী করে নয়, ২০১৮ সালে সাঞ্জু সিনেমার ঐতিহাসিক সাফল্যকে গায়ে জড়িয়েই তিনি পর্দার আড়ালে ছিলেন। রণবীর করোনাভাইরাস মহামারি পরবর্তী পরিস্থিতিতে তিনটি সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরেছিলেন।

কোভিড পরবর্তী সময়ে এখন পর্যন্ত রণবীর কাপুরের বক্স অফিস সাফল্যের অভিজ্ঞতা মিশ্র। “শমসেরা” দিয়ে বড়পর্দার প্রত্যাবর্তনটা সুখকর না হলেও বহুল প্রতীক্ষিত “ব্রহ্মাস্ত্র” সেই ব্যর্থতার ধাক্কা অনেকটাই পুষিয়ে দিয়েছে। গত মার্চে মুক্তি পাওয়া রণবীরের সর্বশেষ সিনেমা “তু ঝুটি ম্যায় মাক্কার”ও বক্স অফিসের পরীক্ষায় পাস মার্ক পেয়ে উতরে গেছে।

অজয় দেবগন
করোনাভাইরাস মহামারির প্রকোপের আগে বলিউডের সর্বশেষ ব্যবসাসফল ছবি ছিল ২০২০ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত অজয় দেবগনের “তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র”। তবে কোভিড পরবর্তী পরিস্থিতিতে সেই দাপট আর ধরে রাখতে পারেননি অজয়।

মহামারি পরবর্তী সময়ে অজয়ের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে; সেগুলো হলো “রানওয়ে ৩৪”, “দৃশ্যম ২” এবং “ভোলা”। এর মধ্যে প্রথম আর শেষটির পরিচালকও স্বয়ং অজয়। তবে দুটি সিনেমাই বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তবে “দৃশ্যম ২” সবাইকে চমকে দিয়ে ব্লকবাস্টার হয়।

সালমান খান
কোভিড মহামারি চলাকালে ২০২১ সালের ঈদে সালমান খান অভিনীত “রাঁধে” ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পায়। তবে সিনেমাটির দর্শক-সমালোচক প্রতিক্রিয়া বলে দেয় প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবিটির ভাগ্যে ভরাডুবিই ভবিতব্য ছিল। ওই বছরের শেষদিকে সালমান অভিনীত “অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ” মুক্তি পায়। যদিও বলিউডের ভাইজান তাতে মূখ্য ভূমিকায় ছিলেন না।

মহামারি পরবর্তী সময়ে “কিসি কা ভাই কিসি কা জান” সিনেমা দিয়ে আবারও মূখ্য ভূমিকায় ফেরেন সালমান। এর মাধ্যমে চার বছর পর আবারও ঈদে মুক্তি পেয়েছে বলিউডের ভাইজানের সিনেমা। তবে মুক্তির পর সিনেমাটি ভারত থেকে শত কোটি রুপির বেশি আয় করলেও শেষ পর্যন্ত ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। যদিও এ ছবির মাধ্যমে সালমানের ১৬টি সিনেমা ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে।

কার্তিক আরিয়ান
করোনাভাইরাস মহামারির আগে ২০১৯ সালের ডিসেম্বরে “পতি পত্নী অউর ভো” দিয়ে বক্স অফিস সাফল্যের দেখা পেয়েছিলেন কার্তিক আরিয়ান। কোভিড পরবর্তী সময়ে তিনিই যেন ইন্ডাস্ট্রির কাছে দেবদূতের ভূমিকায় আবির্ভূত হয়েছেন।

মহামারির পর বলিউড যখন একটি বক্স অফিস সাফল্যের জন্য চাতক পাখির মতো প্রহর গুণছে, তখন ঠিক এক বছর আগে মুক্তি পাওয়া কার্তিকের “ভুল ভুলাইয়া ২” স্বস্তির সুবাতাস নিয়ে এসেছিল। যদিও গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া “শেহজাদা” তার সেই সাফল্যযাত্রা ধরে রাখতে পারেনি।

এছাড়া, সেরা দশে থাকা বাকি অভিনেতারা হলেন যথাক্রমে- হৃত্বিক রোশান (ভিক্রম ভেদা), ভারুন ধাওয়ান (যুগ যুগ জিও, ভেড়িয়া), অক্ষয় কুমার (সূর্যবংশী, বচ্চন পান্ডে, সম্রাট পৃথ্বীরাজ, রাম সেতু, সেলফি), আমির খান (লাল সিং চাড্ডা) ও রণবীর সিং (৮৩, জায়েশভাই জোয়ার্দার, সার্কাস)।

এই বিভাগের আরও খবর

লন্ডন যাত্রা বাতিল করে নিপুণকে ঢাকায় ফেরত
লন্ডন যাত্রা বাতিল করে নিপুণকে ঢাকায় ফেরত

লন্ডন যাত্রা বাতিল করে নিপুণকে ঢাকায় ফেরত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়িঘর
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়িঘর

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়িঘর

‘আপনারা যে মিথিলাকে বাজারের মেয়ে ভাবেন তিনি বিশ্বখ্যাত এনজিওর কর্ণধার’
‘আপনারা যে মিথিলাকে বাজারের মেয়ে ভাবেন তিনি বিশ্বখ্যাত এনজিওর কর্ণধার’

‘আপনারা যে মিথিলাকে বাজারের মেয়ে ভাবেন তিনি বিশ্বখ্যাত এনজিওর কর্ণধার’

জেন-জিদের থেকে অনেক কিছু শেখার আছে: মাধুরী দীক্ষিত
জেন-জিদের থেকে অনেক কিছু শেখার আছে: মাধুরী দীক্ষিত

জেন-জিদের থেকে অনেক কিছু শেখার আছে: মাধুরী দীক্ষিত

গোল্ডেন গ্লোবে সেরার পুরস্কার উঠল যাদের হাতে
গোল্ডেন গ্লোবে সেরার পুরস্কার উঠল যাদের হাতে

গোল্ডেন গ্লোবে সেরার পুরস্কার উঠল যাদের হাতে

চলে গেলেন অভিনেতা প্রবীর মিত্র
চলে গেলেন অভিনেতা প্রবীর মিত্র

চলে গেলেন অভিনেতা প্রবীর মিত্র

বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান
বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান

বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান

না ফেরার দেশে নায়িকা অঞ্জনা রহমান
না ফেরার দেশে নায়িকা অঞ্জনা রহমান

না ফেরার দেশে নায়িকা অঞ্জনা রহমান

আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা : প্রিয়াঙ্কা
আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা : প্রিয়াঙ্কা

আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা : প্রিয়াঙ্কা

লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা
লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা

লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা

পরিবার থেকে পাত্র খুঁজছে বাঁধনের জন্য
পরিবার থেকে পাত্র খুঁজছে বাঁধনের জন্য

পরিবার থেকে পাত্র খুঁজছে বাঁধনের জন্য

‘আতশবাজি-ফানুসের তাণ্ডব চালিয়ে যান, প্রাণী হত্যার দায় আপনার’
‘আতশবাজি-ফানুসের তাণ্ডব চালিয়ে যান, প্রাণী হত্যার দায় আপনার’

‘আতশবাজি-ফানুসের তাণ্ডব চালিয়ে যান, প্রাণী হত্যার দায় আপনার’